For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্দার পটেলকে নিয়ে মোদী-মনমোহন তরজা

Google Oneindia Bengali News

সর্দার পটেলকে নিয়ে মোদী-মনমোহন তরজা
আহমেদাবাদ, ৩০ অক্টোবর : একজন দেশের প্রধানমন্ত্রী। অপর জন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বছর দুয়েক পরে আবার একই মঞ্চে দেখা। উপলক্ষ আমেদাবাদে সর্দার বল্লভভাই পটেলের মিউজিয়ামের উদঘাটন। উপর উপর দুজনের হাসি ঠাট্টা চললেও দুরত্ব আর বিরোধীতার চাদরে যে আদতে তাদের সম্পর্ক ঢাকা পড়ে আছে তা এদিন দুজনের বাকযুদ্ধই বলে দিল।

সর্দার বল্লভ ভাই পটেলের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে কংগ্রেস-বিজেপি তরজা এখন চরমে। মঙ্গলবারের এই অনুষ্ঠানে সেই প্রসঙ্গই আক্রমণ-পাল্টা আক্রমণের ঢঙে আবারও উঠে মনমোহন সিং ও নরেন্দ্র মোদীর বক্তব্যে। মোদী তাঁর ভাষণে নাম না করে নেহরু তথা কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, সর্দার প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে অন্যরকম চেহারা হত ভারতের। উত্তর দিতে চুক করেননি মনমোহনও। সর্দার পটেল বরাবর ধর্মনিরপেক্ষ মনোভাব নিয়ে চলেছেন। দেশের অখণ্ডতার জন্য লড়াই করেছেন। সহনশীলতার নজির রেখেছেন। সেই সঙ্গে বিপরীত মতাদর্শের রাজনীতিকদের প্রতি সম্মান দেখিয়ে চলেছেন। কিন্তু বর্তমান রাজনীতিতে সেই আদর্শেরই ঘাটতি দেখা যাচ্ছে।"

ইস্যু সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে মিউজিয়মের উদ্বোধন। আমেদাবাদে তাই নিয়েই কাজিয়ায় জড়িয়ে পড়লেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং স্বয়ং প্রধানমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সমস্ত ইস্যুকেই কাজে লাগাতে মরিয়া বিজেপি তথা মোদী। তাই এবারেও সুযোগ ছাড়েননি তিনি। সরাসরি নেহেরুকে নিশানায় রেখে মোদী নির্বাচনী প্রচারে ফায়দা তুলতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ১৯৫০ সালে মৃত্যু হয়েছে লৌহ পুরুষের৷ স্বাধীনতা পরবর্তী ভারত গড়তে তাঁর অবদান অনস্বীকার্য৷ আর, এত বছর পর সেই সর্দারকে ঘিরেই বিজেপি ও কংগ্রেসের পুরোদস্তুর রাজনৈতিক লড়াই চমকে দিয়েছে অনেককেই। জল কতদূর গড়ায় এখন শুধু সেটাই দেখার।

English summary
PM rebuffs Modi's bid to claim Sardar Patel's legacy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X