For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরান খানকে চিঠি নরেন্দ্র মোদীর, শান্তি স্থাপনের পথে হাঁটার 'শর্ত' জানিয়ে বার্তা নয়াদিল্লির

Google Oneindia Bengali News

পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করতে মুখিয়ে রয়েছে ভারত। তবে শান্তি ফেরাতে সন্ত্রাস মুক্ত পরিবেশ আবশ্যক। পাশাপাশি একে অপরের প্রতি ভরসা বজায় রাখাও জরুরি। এই ভাষাতেই পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা চিঠিতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের ৭০তম 'জাতীয় দিবস' উপলক্ষে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী মোদী করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও শুভকামনা জানান পাকিস্তানকে।

'বিশ্বাসের পরিবেশ তৈরি করতে হবে'

'বিশ্বাসের পরিবেশ তৈরি করতে হবে'

এদিন ইমরান খানের উদ্দেশে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'প্রতিবেশী দেশ হিসেবে ভারত সবসময়ই পাকিস্তান ও সেদেশের জনগণের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তবে এর জন্য বিশ্বাসের পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সন্ত্রাস এবং প্রতিকূলতা থাকবে না। এটা আবশ্যক।' পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে করোনা রোধক লড়াইয়ের জন্য শুভকামনা দিয়েছেন।

ইমরানের আরোগ্য কামনা

ইমরানের আরোগ্য কামনা

এর কয়েকদিন আগেই পাক প্রধানমন্ত্রী ইমান খানের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, চিনা করোনা টিকা নেওয়ার দুই দিনের মাথায় করোনা আক্রান্ত হন ইমরান খান। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, 'প্রধানমন্ত্রী ইমরান খানকে কোভিড ১৯ সংক্রমণ থেকে দ্রুত সেরে উঠুক। শুভকামনা থাকল।'

কাশ্মীর ইস্যু নিয়ে খোঁচা পাকিস্তানের

কাশ্মীর ইস্যু নিয়ে খোঁচা পাকিস্তানের

এর আগে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনার তরফে সেদেশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আফতাব হাসান খান বলেছিলেন, 'পাকিস্তান নিজেদের প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক চায়। তবে শান্তি স্থাপন তখনই সম্ভব হবে, যখন আলোচনার মাধ্যমে বিবাদের বিষয়গুলির সমাধান সূত্র খোঁজা হবে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের বিষয়টি, যেটি বিগত ৭০ বছর ধরে অমীমাংসিত।'

আলোচনার টেবিলে ভারত-পাকিস্তান

আলোচনার টেবিলে ভারত-পাকিস্তান

ভারত বরাবরই বলে এসেছে যে পাকিস্তানের সঙ্গে তারা শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তবে এর জন্য পাকিস্তানকে সন্ত্রাস এবং অশান্তির সঙ্গ ছাড়তে হবে। তাহলেই আলোচনার টেবিলে বসতে রাজি হবে ভারত। প্রসঙ্গত, মঙ্গলবারই সিন্ধু নদী সংক্রান্ত একটি বার্ষিক বৈঠকে বসে ভারত ও পাকিস্তান। এই বৈঠক আড়াই বছর পর অনুষ্ঠিত হয়। এদিকে সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের শান্তি আলোচনা চলছে গোপনে। এই আবহে ফের প্রধানমন্ত্রী মোদীর তরফে শান্তির বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।

<strong>ডেবরায় হুমায়ুন কবীরের সমর্থনে প্রচারে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান</strong>ডেবরায় হুমায়ুন কবীরের সমর্থনে প্রচারে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান

<strong>মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে</strong>মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে

English summary
PM Narendra Modi writes to Imran Khan wishing to have cordial relations with Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X