For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশেযাত্রায় বিরতি মোদীর! পাখির চোখ লোকসভায় রাহুলকে পাল্টা দিতে ভরসা তিনিই

সামনেই লোকসভার মহাযুদ্ধ। সম্প্রতি রাহুলের উত্থানে আসন টলমল। তার উপর লোকসভা নির্বাচনে বিজেপির মুখ তিনিই। প্রেস্টিজ ফাইট তো বটেই, গুরুদায়িত্বও রয়েছে যুদ্ধে জেতার।

  • |
Google Oneindia Bengali News

সামনেই লোকসভার মহাযুদ্ধ। সম্প্রতি রাহুলের উত্থানে আসন টলমল। তার উপর লোকসভা নির্বাচনে বিজেপির মুখ তিনিই। প্রেস্টিজ ফাইট তো বটেই, গুরুদায়িত্বও রয়েছে যুদ্ধে জেতার। তাই আপাতত বিদেশ-যাত্রার টিকিট শিকেয় তুলে রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরে তিনি আর বিদেশ-বিভুঁইয়ে যাবেন না। মন দেবেন ভোটে।

আপাতত বিরত মোদীর বিদেশ-যাত্রা

আপাতত বিরত মোদীর বিদেশ-যাত্রা

প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা অন্যতম চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল জাতীয় রাজনীতিতে। বিগত সাড়ে চার বছরে তিনি ৪৬টি বিদেশ সফরে তিনি ৮৮টি দেশে গিয়েছেন। চলতি বছরে তিনি ১৪টি বিদেশ সফর করেন। প্রধানমন্ত্রী হিসেবে আর্জেন্টিনা তাঁর আপাতত শেষ বিদেশ সফর হয়ে থাকছে।

বিদেশ-যাত্রায় অন্য দাবি বিজেপির

বিদেশ-যাত্রায় অন্য দাবি বিজেপির

প্রধানমন্ত্রীর দফতর সূত্রেই জানা গিয়েছেন, তাঁর সফরসূচিতে আগামী বছরের জন্য এখনও পর্যন্ত কোন বিদেশ যাত্রার উল্লেখ নেই। উল্লেখযোগ্য কোনও বৈঠকও নেই তাঁর সফরসূচিতে। যদিও বিজেপির পক্ষের দাবি, এটা চূড়ান্ত নয়। মোদীজি প্রচারের জন্য বিদেশ যাত্রা বিরত রাখবেন, এমনটা নয়। দেশের স্বার্থে তিনি বিদেশ যাত্রা করবেন।

গোবলয়ে হেরে পাখির চোখ লোকসভা

গোবলয়ে হেরে পাখির চোখ লোকসভা

সম্প্রতি গোবলয়ের তিন রাজ্যে রাহুল গান্ধীর কংগ্রেসের কাছে হার মানতে হয়েছে বিজেপিকে। বিজেপির কাছে থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ক্ষমতা কেড়ে নিয়েছে কংগ্রেস। সেই পরাজয়ের দায় এখন কিছুতেই এড়াতে পারছে না মোদী-শাহ জুটি। রাজ্য নেতৃত্ব দায় নিলেও, কোনওমতেই দায় ঝেড়ে ফেলতে পারেন না তাঁরা। তাই ২০১৯ নির্বাচনকে পাখির চোখ করেছেন

বিজেপির প্রচারে প্রধান মুখ মোদী

বিজেপির প্রচারে প্রধান মুখ মোদী

বিজেপির একাংশের যুক্তি, চলতি বছরে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। ফলে ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনগুলিতে সেভাবে সময় দিতে পারেননি। তিনিই বিজেপির প্রধান মুখ। তিনি নির্বাচনী প্রচারের শেষের দিকে সময় দিয়েছেন প্রচারে। বিজেপির যুক্তি, তিনি প্রচারে গিয়েছিলেন বলেই রাজস্থানে, পরাজয়ের ব্যবধান অনেক কমেছে।

লোকসভার আগে ঝুঁকি নয়

লোকসভার আগে ঝুঁকি নয়

তিন রাজ্যের পরাজয় থেকে শিক্ষা নিয়ে, লোকসভার আগে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। তাই নরেন্দ্র মোদীকে যত বেশি সম্ভব নির্বাচনী প্রচারে নামাতে চাইছে বিজেপি নেতৃত্ব। কারণ মোদী ছাড়া বিজেপির দিকে চাকা ঘোরানোর লোক নেই। সেই কারণেই আগে থেকে বিদেশ সফর বিরত রাখা হয়েছে প্রধানমন্ত্রীর।

একনজরে ২০১৮-র বিদেশযাত্রা

একনজরে ২০১৮-র বিদেশযাত্রা

এর আগে ২০১৮-র জুলাইয়ে রাজ্যসভায় তথ্য দিয়ে জানানো হয়েছিল, চার বছরে মোট ৪২টি সফরে ৮৪টি বিদেশ যাত্রা করেছেন নরেন্দ্র মোদী। তার মধ্যে চলতি বছরের ১০টি সফর ছিল। তারপর অক্টোবরে জাপান, নভেম্বরে সিঙ্গাপুর, মালদ্বীপ ও ডিসেম্বরে আর্জেন্টিনা সফর করেন তিনি।

English summary
PM Narendra Modi would not go in foreign tour for 2019 Loksabha Election. Modi now targets to win lok sabha in 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X