ইউক্রেন-রাশিয়া সংকটের মাঝেই আজ জার্মানি সফরে প্রধানমন্ত্রী মোদী
ইউক্রেন-রাশিয়া সংকটের মাঝেই আজ ইউরোপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের ইউরোপ সফর বছরের প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রীর। প্রথম দিনেই জার্মানিতে যাবেন তিনি। ইউরোপ সফরের প্রথম দিনেই জার্মানির বার্লিনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।


বিদেশ সফরে মোদী
বছরের প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের বিদেশ সফরে ইউরোপ গন্তব্য তাঁর। ইউক্রেন-রাশিয়ার সংকট যখন চরমে ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তিন দিনের বিদেশ সফরে ইউরোপের একাধিক দেশে যাবেন তিনি। প্রথম দিনেই তাঁর গন্তব্য জার্মানি, তারপরে যাবেন ডেনমার্ক এবং শেষে ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী মোদী।

জার্মানিতে কী কর্মসূচি
ইউরোপ সফরের প্রথম দিনেই জার্মানি যাচ্ছেন মোদী। আজই বার্লিনে পৌঁছবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করবেন জার্মান ফেডারেল চ্যান্সেলর ওলফ সোলজের সঙ্গে। দ্বিপাক্ষিক বৈঠকে
একািধক ইস্যুতে আলোচনা হওয়ার কথা দুই রাষ্ট্রনেতার মধ্যে। সূত্রের খবর ভারত-জার্মানি আন্তঃসরকারি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা তাঁদের মধ্যে। জার্মানিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হরিশ পারভাথানেনি জানিয়েছন, ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের জন্য প্রধানমন্ত্রীর ২ এবং ৩ মে বার্লিন সফর করবেন। এই সফর
যুগান্তকারী হবে বলে জানিয়েছেন তিনি৷ ভারত-জার্মানি কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উদযাপন করা হবে।
সোমবার সকাল সাড়ে ৯টায় বার্লিনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টে ১৫য় ফেডারেল চ্যান্সেলারিতে ভারত-জার্মানি বৈঠক রয়েছে। এরপর ৭টা থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত মোদী সাংবাদিক
বৈঠক করবেন তিনি। তারপর ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মোদী।

ইউক্রেন-রাশিয়া সংকট
ইউক্রেন-রাশিয়ার মধ্যে চরম সংকট রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। চলছে লাগাতার গোলাগুলি বর্ষণ। এই পরিস্থিতি বার বার ভারতের কাছে ইউক্রেন সরকার অনুরোধ জানিয়েছিলেন যে পুতিনকে যুদ্ধ থামানোর যেন অনুরোধ জানানো হয়। রাষ্ট্রপুঞ্জে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অন্যদিকে আবার যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিেয় আনা নিয়ে সফল অভিযান চালিয়েছে প্রধানমন্ত্রী মোদী। কূটনৈতিক আলোচনা থেকে শুরু করে ভারতীয়দের বের করে আনা নিয়ে প্রধানমন্ত্রী মোদী একাধিক পদক্ষেপ করেছেন। ইউরোপে মন্ত্রীদের পাঠিয়েছেন যাতে ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে বের করে আনা যায়।

ইউরোপ সফরে নজর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইউরোপ সফরে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সদ্য ফ্রান্সের নির্বাচন শেষ হয়েছে। তাতে ফের নির্বাচিত হয়েছেন ম্যাক্রঁ। কাজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ বিমান ক্রয় নিয়ে একাধিক চুক্তি করেছে মোদী সরকার। ফের ম্যাক্রোঁ নির্বাচিত হওয়ায় আরও নতুন কোনও চুক্তি হতে পারে কিনা তা নিয়ে পর্যালোচনা চলছে।