ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ব্রাজিল নিয়ে বৈঠক! জি সেভেনের বৈঠকে জলবায়ু পরিবর্তন নিয়ে ভাষণ মোদীর
সোমবার জি সেভেন বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলবায়ু পরিবর্তন এবং জীব বৈচিত্র নিয়ে তাঁর এই ভাষণের আগে অবশ্য প্রধানমন্ত্রী ফ্রান্সের
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে বৈঠক করবেন। সূত্রের খবর অনুযায়ী, ডু পালাইস হোটেলে তাঁরা বৈঠক করবেন। এই হোটেলেই বিশ্বের তাবড় নেতারা
উঠেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট চান জয়বায়ু পরিবর্তন নিয়ে মোদীর সমর্থন। বিশেষ করে অ্যামাজনের বনাঞ্চলে আগুন লাগার ঘটনা নিয়ে উদ্বিঘ্ন বিশ্বের তাবড় নেতারা।
শুক্রবার মোদী বলেছিলেন, আগামী দেড় বছরের মধ্যে ২০৩০ সালের মধ্যে নির্ধারিত COP 21 জলবায়ু পরিবর্তনের লক্ষ্যমাত্রা বেশসিরভাগ অংশটি ভারত অর্জন করবে। তিনি বলেছিলেন, ভারত ও ফ্রান্স মিলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গড়ে তোলার ক্ষেত্রে ভারত ও ফ্রান্স বিশেষ ভূমিকা গ্রহণ করবে।
অন্যদিকে, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল অ্যামাজনের আগুন নিয়ন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্টের পদক্ষেপকে সমর্থন করেছেন। প্রসঙ্গত ফান্স জি সেভেনের বৈঠকে
অ্যামাজনের বিষয়টি কর্মসূচিতে রাখার জন্য দাবি করেছিলেন।
বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন সরবরাহকারী অ্যামাজন রেইন ফরেস্ট গত তিন সপ্তাহ ধরে জ্বলছে।
যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনের উদ্যোগকে একেবারেই ভাল চোখে নেয়নি ব্রাজিল। সেদেশের প্রেসিডেন্ট নিজের দেশের ব্যাপারে অন্য কোনও দেশের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন।