For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র বিজয়ে ঝাঁপাচ্ছেন নরেন্দ্র মোদী! রাজ্যে অমিত শাহের থেকে কম সভা করবেন প্রধানমন্ত্রী

মহারাষ্ট্র নির্বাচনে ঝাঁপাতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনিই অন্যতম স্টার বক্তা। এখনও পর্যন্ত ঠটিক আছে রাজ্যে বিজেপি-শিবসেনা জোটের প্রচারে তিনি ৯ টি সভা করবেন।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনিই অন্যতম স্টার বক্তা। এখনও পর্যন্ত ঠটিক আছে রাজ্যে বিজেপি-শিবসেনা জোটের প্রচারে তিনি ৯ টি সভা করবেন। টানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় থাকতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে গেরুয়া শিবির।

লাতুর থেকে প্রচার শুরু অমিত শাহের

লাতুর থেকে প্রচার শুরু অমিত শাহের

তবে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, অপর স্টার বক্তা হলেন অমিত শাহ। এই সপ্তাহেই তিনি লাতুর থেকে প্রচার শুরু করছেন। রাজ্যে ১৮ টি সভা করার কথা রয়েছে তাঁর। লাতুরের ওউসা কেন্দ্র থেকে প্রার্থী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের প্রাক্তন ব্যক্তিগত সহকারী অভিমন্যু পাওয়ার ।

জলগাঁও থেকে প্রচার শুরু মোদীর

জলগাঁও থেকে প্রচার শুরু মোদীর

বিজেপি সূত্রের খবর, মোদী ১৩ অক্টোবর তাঁর প্রচার শুরু করবেন উত্তর মহারাষ্ট্রের জলগাঁও থেকে। এরপরের একই দিনে অপর সভা হবে ভান্দারা জেলার সাকোলিতে। বিধান পরিষদের বিজেপি সদস্য তথা পূর্তমন্ত্রী পরিণয় ফিউক সাকোলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৬-র ডিসেম্বরে তিনি মহারাষ্ট্র বিধান পরিষদে ভাণ্ডারা-গোণ্ডিয়া এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন।

মোদীর শেষ সভা ১৮ অক্টোবর

মোদীর শেষ সভা ১৮ অক্টোবর

১৩ অক্টোবরের পর ১৬ অক্টোবর মোদীর ৩ র‍্যালি রয়েছে মহারাষ্ট্রে। আকোলা, পারটুর এবং পানভেলে। এরপরের দিনই পারলি, সাতারা এবং পুনেতে জনসভা করার কথা রয়েছে মোদীর। রাজ্যে প্রধানমন্ত্রীর শেষ র‍্যালিটি হবে ১৮ অক্টোবর। মহারাষ্ট্রে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে ১৯ অক্টোবর

এর আগে গত মাসে নাসিকের সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, দশকের পর দশক ধরে কাশ্মীরিদের দুর্দশার জন্য দায়ী কংগ্রেস।

সাতারা লোকসভার উপনির্বাচনও হতে যাচ্ছে ২১ অক্টোবরেই। বিজেপির তরফ থেকে প্রাক্তন এনসিপি সাংসদ উদয়নরাজে ভোঁসলেকে সাতারা থেকে দাঁড় করানো হয়েছে। বিরুদ্ধে প্রার্থী এনসিপির শ্রীনিবাস পাতিল।

২০১৪-র নির্বাচনে বিজেপি ও শিবসেনা আলাদাভাবে লড়াই করেছিল। তারা যথাক্রমে ১২৩ ও ৬৩ টি আসনে জয়লাভ করেছিল। পরে উদ্ধব ঠাকরের দল দেবেন্দ্র ফড়নবিশ সরকারে যোগ দেয়।

<strong>[ লক্ষ্য ২১ ফেব্রুয়ারির নির্বাচন! মহারাষ্ট্র বিধানসভা ভোটের মূল ইস্যু]</strong>[ লক্ষ্য ২১ ফেব্রুয়ারির নির্বাচন! মহারাষ্ট্র বিধানসভা ভোটের মূল ইস্যু]

<strong>[ ২০১৯ বিজয়া দশমী: অমিতাভ থেকে অক্ষয়-সুস্মিতারা শুভেচ্ছায় উঠে এলো কোন বার্তা]</strong>[ ২০১৯ বিজয়া দশমী: অমিতাভ থেকে অক্ষয়-সুস্মিতারা শুভেচ্ছায় উঠে এলো কোন বার্তা]

English summary
Prime Minister Narendra Modi is scheduled to address nine election rallies in support of BJP-Shiv Sena-led alliance candidates during campaigning for the October 21 assembly polls in Maharashtra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X