For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ৩ অগস্ট: আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯০টি দেশের রাষ্ট্রনায়কদের সামনে তিনি ভাষণ দেবেন। মনে করা হচ্ছে, কট্টর জাতীয়তাবাদী নরেন্দ্র মোদী হিন্দিতে বক্তৃতা করবেন রাষ্ট্রসংঘে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ইত্যাদি শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বলে খবর। তাঁদের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন তাঁর সঙ্গে বৈঠক করতে চেয়ে সময় চেয়েছিলেন। তাতে রাজি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এমন একটি সময়ে রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দেবেন যখন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লুটিও)-র বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত হওয়া আটকে গিয়েছে ভারতের কট্টর বিরোধিতার কারণে।

প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর ছিল ভুটান। সেখানকার পার্লামেন্টে ভাষণ দেন তিনি। তার পর ব্রিকস সম্মেলনে যোগ দিতে জুলাই মাসে ব্রাজিল যান। সেখানে রাশিয়া, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তাঁর বৈঠক হয়। রবিবার নেপাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। গত ১৭ বছরে ভারতের কোনও প্রধানমন্ত্রী নেপাল যাননি। সেই হিসাবে তাঁর এ বারের নেপাল সফর খুবই গুরুত্বপূর্ণ। নেপাল থেকে ফিরে প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতর। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী রাষ্ট্রসংঘে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন। সেই রেকর্ড নরেন্দ্র মোদী বজায় রাখবেন বলে আশা ওয়াকিবহাল মহলের।

English summary
PM Narendra Modi will address UN General Assembly on September 27. Sources claim, he will deliver his maiden speech in Hindi. UN Secretary General Ban-Ki Moon has already fixed an appointment with this legendary leader from India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X