For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার লড়াই রাজধানীর বুকে, রামলীলা ময়দানে মোদী, সঙ্গে টক্কর প্রিয়াঙ্কা-কেজরিরও

এবার লক্ষ্য রাজধানী দখল। ষষ্ঠ দফায় দিল্লিতে বোটের প্রাক্কালে রাজধানীর বুকে বিশাল জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। দিল্লির রামলীলা ময়দানে বুধবার বিশাল সমাবেশ বিজেপির।

Google Oneindia Bengali News

এবার লক্ষ্য রাজধানী দখল। ষষ্ঠ দফায় দিল্লিতে বোটের প্রাক্কালে রাজধানীর বুকে বিশাল জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। দিল্লির রামলীলা ময়দানে বুধবার বিশাল সমাবেশ বিজেপির। সেই সমাবেশের প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে প্রিয়াঙ্কা গান্ধীও দিল্লিতে জোড়া সভা করবেন। অরবিন্দক কেজরিওয়ালও নির্বাচনী জনসভা করবেন দিল্লিতে।

এবার লড়াই রাজধানীর শো মোদী বনাম প্রিয়াঙ্কা-কেজরির

রবিবার ষষ্ঠ পর্বের ভোট দিল্লিতে। দিল্লির সাতটি সংসদীয় আসনে ভোটের লড়াইয়ে নামছে বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টি। তিন দলের তিন কেন্দ্রীয় নেতা দিল্লিতে নির্বাচনী সভায় অংশ নেবেন। সব মিলিয়ে সরগরম রাজধানীর রাজনীতি। বিশেষ করে বুধবার প্রধানমন্ত্রী মোদীর রামলীলা ময়দানের সমাবেশ ঘিরে ফুটছে দিল্লি।

[আরও পড়ুন: কেসিআর আসলে খেলছেন জাতীয় রাজনীতিতে জায়গা করার লক্ষ্যে; কিন্তু তাঁকে বিশ্বাস করবে কতজন?][আরও পড়ুন: কেসিআর আসলে খেলছেন জাতীয় রাজনীতিতে জায়গা করার লক্ষ্যে; কিন্তু তাঁকে বিশ্বাস করবে কতজন?]

কংগ্রেস ও আপের লক্ষ্য বিজেপিকে হারানো। যদিও কংগ্রেস এবং আপ বহু চেষ্টা করেও জোট বাঁধতে পারেনি দিল্লিতে। এবারও দিল্লিতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। কেন্দ্রের শাসক বিজেপি, রাজ্যের শাসক আপের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে কংগ্রেসও। কংগ্রেসও এখানে জয়ের ব্যাপারে বিশেষ আশাবাদী।

কংগ্রেস ও আপ ইতিমধ্যে দিল্লিতে প্রচারের ঝড় তুলেছে। এবার নামছে বিজেপি। বুধবার ফের দুই সমাবেশ করতে চলেছে কংগ্রেসও। প্রিয়াঙ্কা গান্ধী উত্তর-পূর্ব দিল্লি আসন এবং দক্ষিণ দিল্লির প্রার্থীর সমর্থনে সভা করবেন। আপের অরবিন্দ কেজরিওয়ালও বিজেপির বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে সবকিছুকেই ছাপিয়ে মোদীর রামলীলা ময়দানের সমাবেশ নিয়ে যাবতীয় চর্চা রাজধানীতে।

[আরও পড়ুন: নজিরবিহীন! পশ্চিম ত্রিপুরার ১৬৮টি বুথে পুনর্গণনার নির্দেশ কমিশনের][আরও পড়ুন: নজিরবিহীন! পশ্চিম ত্রিপুরার ১৬৮টি বুথে পুনর্গণনার নির্দেশ কমিশনের]

English summary
PM Narendra Modi will address rally in Ramlila Maidan in Delhi. Priyanka Gandhi and Arvind Kejriwal also campaigns in Delhi today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X