For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্যা বিধ্বস্ত কেরলে বাড়ছে মৃতের সংখ্যা, আজ বন্যা পরিদর্শনে নরেন্দ্র মোদী

একটানা বৃষ্টিতে কেরলের বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইতিমধ্যে গৃহহীন হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। এদের অধিকাংশেরই ভিটে মাটি জলে ভেসে গিয়েছে।

Google Oneindia Bengali News

একটানা বৃষ্টিতে কেরলের বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইতিমধ্যে গৃহহীন হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। এদের অধিকাংশেরই ভিটে মাটি জলে ভেসে গিয়েছে। সবমিলিয়ে বন্যায় প্রভাবিত হয়েছেন অন্তত দেড় লক্ষ মানুষ। বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সরকারি মতে মৃত্য়ু হয়েছে অন্তত ৯৭ জনের। ক্ষতির অঙ্কের পরিমাণ ১২ হাজার কোটি টাকা।

বন্যা বিধ্বস্ত কেরলে বাড়ছে মৃতের সংখ্যা, আজ বন্যা পরিদর্শনে নরেন্দ্র মোদী

বহু স্থানে আটকে রয়েছেন মানুষ। খোলা হয়েছে হেল্পলাইন। অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগ। কোচি বিমানবন্দরে ভিতরে প্রায় এক মানুষ জল। ফলে বিমান ওঠা-নামা দিন .কয়েক ধরে বন্ধ রাখা হয়েছে। চেঙ্গানুরের কাছে তিরুভানভান্দাদুর-এর আয়েপ্পা কলেজ হস্টেলে জলবন্দি হয়ে রয়েছেন ৩০ জন ছাত্রী। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। বন্যার কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে ওনাম উৎসবের ছুটিকে। ফলে সিবিএসই, আইসিএসই স্কুলগুলি এখনও বন্ধ রয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ তিসুর জেলা। এখানে ছালাক্কুড্ডি ও মালা-তে জলবন্দি হয়ে রয়েছেন প্রচুর সংখ্যক মানুষ। এঁদের উদ্ধারে ২৭টি স্পিড বোটকে নামানো হয়েছে। চেঙ্গান্নুর ও কুট্টানাড়-এ একযোগে উদ্ধারে নেমেছে হাউসবোট ও হেলিকপ্টার। কেরলের অর্থমন্ত্রী টিএম টমাস আইজাক কুট্টানাড়ে উদ্ধার কাজে নেতৃত্বও দেন।

বন্যা দুর্গতদের খোঁজ খবরের জন্য খোলা হয়েছে হেল্পলাইন। পাঠানামথিট্টা জেলার হেল্পলাইন নম্বর হল ৯১৮৮২৯৪১১২, ৯১৮৮২৯৫১১২, ৯১৮৮২৯৩১১২। হোয়াটসঅ্যাপ করেও সাহায্য চাওয়া যাইতে পারে। এর জন্য যে নম্বরটি দেওয়া হয়েছে তা হল ৯১৮৮২৯৩১১২। জলবন্দিদের উদ্ধার করতে ১৬ অগাস্ট রাতে পাঠানামথিট্টা-য় ১০টি বোট পাঠানো হয়। ওমাল্লুরে পাঠানো হয়েছে ২টো বোট। ৩টি বোট পাঠানো হয়েছে আয়িরুর, ২টি বোট কুরিচি মুট্টম ও ২টি বোট মারামন-এ।

কালাদি ও আলুভা শহরের মানজালি-তে বন্য়া দুর্গত এলাকায় জলবন্দিদের ভিতরে হেলিকপ্টার থেকে গত ২৪ ঘণ্টায় ১৫০০ খাবারের প্য়াকেট বিলি করা হয়েছে। ১৭ তারিখে এই এলাকায় আরও ৭৫০০ খাবারের প্যাকেট বিলি করার কথা। এদিন সন্ধ্যার মধ্যে সবমিলিয়ে ২০,০০০ খাবারের প্যাকেট এই এলাকায় বিলি করার লক্ষ স্থীর করা হয়েছে বলে জানিয়েছে এরনাকুলাম জেলা প্রশাসন।

[আরও পড়ুন:কেরলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৪][আরও পড়ুন:কেরলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৪]

তিরুঅনন্তপুরমের শিবাগিরি ভারকালাতেও খোলা হয়েছে হেল্পলাইন। পাঠানামথিট্টা ও চেঙ্গান্নুর থেকে উদ্ধার করে লোকজনকে হেলিকপ্টারে করে এখানে নিয়ে আসা হচ্ছে। এই হেল্পলাইন নম্বর হল ৯৪০০৬৬৭৭২৬, ৮১২৯৩১১০৪৮ এবং ৮৯২১১৮৫৯২০। এদিকে এই পরিস্থিতির মধ্যে আজ কেরলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও।

[আরও পড়ুন:ভয়ানক বন্যায় বিধ্বস্ত কেরল, দুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন][আরও পড়ুন:ভয়ানক বন্যায় বিধ্বস্ত কেরল, দুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন]

[আরও পড়ুন:বিধ্বংসী বন্যায় কেরলে মৃত ৬৭, বিপর্যস্ত ট্রেন পরিষেবা, পরিস্থিতি ভয়াবহ ][আরও পড়ুন:বিধ্বংসী বন্যায় কেরলে মৃত ৬৭, বিপর্যস্ত ট্রেন পরিষেবা, পরিস্থিতি ভয়াবহ ]

English summary
Kerala Flood situation is becoming worsen. Death toll is increasing. PM Narendra Modi visit the state today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X