For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মাঝে দরিদ্রদের সাহায্য করেছে প্রযুক্তি! দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

সময় এসেছে ভারতে তৈরি প্রযুক্তি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার৷ আজ বেঙ্গালুরুতে আয়োজিত প্রযুক্তি সম্মেলনে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০২০ প্রযুক্তি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী৷ সেখানেই ভারতের প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বার্তা দেন তিনি৷ পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, লকডাউনের মাঝে দেশের প্রযুক্তিগত উন্নয়ন সবাইকে খুব সাহায্য করেছে। গরিবরা খুব সহজেই সাহায্য পেয়েছিলেন প্রযুক্তির সাহায্যে।

লকডাউনের মাঝে দরিদ্রদের সাহায্য করেছে প্রযুক্তি : মোদী

এদিনের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্য়বহার করে মানুষের মর্যাদা বাড়িয়ে তোলা হয়েছে৷ যেখানে লক্ষাধিক কৃষক অনলাইনে মাত্র একটি ক্লিকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন৷ এরপরেই তিনি যোগ করেন, লকডাউনের সময় এই প্রযুক্তির কারণেই গরিব মানুষকে প্রয়োজনীয় সাহায্য় করা সম্ভব হয়েছে৷ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে গিয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী৷ এনিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে ভারত খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে৷ ভারতের কাছে যেমন তথ্য়প্রযুক্তি ক্ষেত্রে সেরা মাথা রয়েছে, তেমনই ভারতের কাছে বিশাল একটি বাজার রয়েছে৷ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের বিশ্বের দরবারে গিয়ে কাজ করার যোগ্য়তা রয়েছে৷ ফলে, সময় এসেছে ভারতে তৈরি প্রযুক্তি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার৷

পাশাপাশি তথ্য়প্রযুক্তি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে তাদের পাশে রয়েছে সেই বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এনিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকার ডিজিটাল এবং প্রযুক্তি ক্ষেত্রে ভারতে একটি বড় বাজার তৈরি করতে সক্ষম হয়েছে ৷ সরকারের নীতির একটি প্রধান অংশই হল তথ্য় ও প্রযুক্তি৷ 'টেকনলোজি ফার্স্ট' এই মডেলেই ভারত সরকার কাজ করছে বলে জানান তিনি৷

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্য়মন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা৷ সরকার ২০২৫ সালের মধ্য়ে ভারতকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হিসেবে তৈরি করার পরিকল্পনা নিয়েছে, তাতে কর্নাটক এক অন্য়তম অংশ হিসেবে উঠে এসেছে বলে জানান কর্নাটকের মুখ্য়মন্ত্রী৷

English summary
PM Narendra Modi today said, At the peak of the lockdown, Technology helped poor get help
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X