অপেক্ষা আর মাত্র দুই দিনের! শনিবার করোনা টিকাকরণ শুরু হবে মোদীর হাত ধরেই
আগামী ১৬ জানুয়ারি থেকে দেশে ভ্যাকসিনেশন শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র৷ যার প্রস্তুতি চলছে সব রাজ্যে৷ জানা গিয়েছে ১৬ তারিখ ভার্চুয়াল মাধ্যমে করোনা টিকাকরণ শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই কোউইন (Co-WIN) অ্যাপটি লঞ্চ করবেন।

দীর্ঘ অপেক্ষার অবসান
দীর্ঘ অপেক্ষার পরে ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ শুরু হবে। প্রথম দফায় তা স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। তার পর দেওয়া হবে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের। এর পরের ধাপে টিকা পাবেন পঞ্চাশোর্ধরারা যাদের কো-মর্বিডিটি রয়েছে।

ভ্যাকসিনের সরবরাহ শুরু
১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাকরণ চালুর আগে কোভিশিল্ড ভ্যাকসিনের ভায়ালগুলি পুনের সেরাম ইনস্টিটিউট থেকে সরবরাহ শুরু করা হয়েছিল মঙ্গলবারই। কড়া নিরাপত্তার মধ্যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিনের প্রথম চালান বহনকারী তিনটি ট্রাক সেরাম ইনস্টিটিউট থেকে পুনে বিমানবন্দরের উদ্দেশে সারাদেশের ১৩টি স্থানে পাঠামোর জন্য রওনা দেয়।

কোথায় কোথায় পৌঁছেছে ভ্যাকসিন?
প্রথম অবস্থায় দিল্লি, কুর্নুল, আহমেদাবাদ, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, কলকাতা এবং গুয়াহাটি-তে পৌঁছেছে কোভিশিল্ড ভ্যাকসিন। পুনে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট আটটি বিশেষ বিমানে কোভিশিল্ড পৌঁছে দেওয়া হয় ১৩টি আলাদা আলাদা গন্তব্যে। প্রথম বিমানটি উড়ে যায় দিল্লির উদ্দেশে। এছাড়া সড়কপথে মুম্বইতেও তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
