For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগ ঘিরে ফের মোদী-মমতা কি মুখোমুখি হবেন ভার্চুয়ালি, বড় বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

দেশে ক্রমাগত বেড়ে চলা করোনা আক্রান্তদের সংখ্যা উদ্বেগে রেখেছে মোদী সরকারকে। এমন এক পরিস্থিতিতে ফের একবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ইতিমধ্যেই করোনার দৈনিক গ্রাফ ২৫ হাজারের গণ্ডি পেরিয়ে যেতে দেখা গিয়েছে। উদ্বেগে রাখছে মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব , হরিয়ানা। এমন এক অবস্থায় এই বৈঠককে ঘিরে ফের কৌতূহলের পারদ চড়ছে।

করোনা উদ্বেগ ঘিরে ফের মোদী-মমতা কি মুখোমুখি হবেন ভার্চুয়ালি, বড় বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

আগামী ১৭ মার্চ দুপুর ১২:৩০ মিনিটে এই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। প্রসঙ্গত, সোমবার ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যার যে পরিসংখ্যান স্বাস্থ্যমন্ত্রক পেশ করেছে, তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংখ্যা ২৬,২৯১ জন হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ১১৮ জনের। চোখে পড়ার মতো সংখ্যা বেড়েছে সক্রিয় আক্রান্তদের। প্রসঙ্গত, এমন একটি পরিস্থিতিতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদী। জল্পনা চড়ছে যে তাহলে , সেই বৈঠকে বাংলার ভোট উত্তেজনার মাঝেই কি মমতা-মোদী ভার্চুয়ালি সাক্ষৎ হবে?

এদিকে, বিশেষজ্ঞ মহল করোনার নতুন করে প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে একাধিক আশঙ্কার বার্তা দিচ্ছে। অন্যদিকে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন গ্রহণ। আবার এই ভ্যাকসিনেশনের সঙ্গে সঙ্গে করোনার দ্বিতীয় স্রোত ভারতে আছড়ে পড়ছে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। এদিকে, মহারাষ্ট্রে একদিনে ১৫,০০০-রও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু মুম্বইয়েই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৬২ জন।

English summary
PM Narendra Modi to hold virtual meetimg with CMS amid Corona case increase in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X