For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ বছর পর সমালোচকদের জবাব! নির্বাচনের আগেই অযোধ্যায় সভা করবেন মোদী

পঞ্চমদফার নির্বাচনের আগে অযোধ্যায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ মে বিজেপির তরফে এই সভা হবে অযোধ্যার মায়া বাজারে।২০১৪-তে ক্ষমতায় আসার পর থেকে এই প্রথমবার অযোধ্যায় যাচ্ছেন মোদী।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চমদফার নির্বাচনের আগে অযোধ্যায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ মে বিজেপির তরফে এই সভা হবে অযোধ্যার মায়া বাজারে। ২০১৪-তে ক্ষমতায় আসার পর থেকে এই প্রথমবার অযোধ্যায় যাচ্ছেন মোদী। প্রসঙ্গত ফৈজাবাদে ভোট রয়েছে ৬ মে।

৫ বছর পর সমালোচকদের জবাব! নির্বাচনের আগেই অযোধ্যায় সভা করবেন মোদী

অযোধ্যার মায়া বাজার। শহর থেকে প্রায় ২৫ কিমি দূরে এই জায়গাতেই ১ মে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০১৪-র জাতীয় নির্বাচনের আগে ফৈজাবাদে সভা করেছিলেন মোদী। সেই সময় বেশ কয়েকবার ভগবান রামের নাম নিলেও, রামমন্দিরের কথা এড়িয়ে গিয়েছিলেন। তবে তাঁর বক্তব্যে প্রস্তাবিত রামমন্দির এবং ভগবান রামের নাম ওঠায়
ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল কংগ্রেস।

শাসক বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা অযোধ্যায় মন্দির নির্মাণ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। ২০১৯-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী অযোধ্যা সফরে সেই অভিযোগেরই কিছুটা জবাব দেওয়ার চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি তাদের ইস্তেহারে বলেছে, অযোধ্যায় রামমন্দির নির্মাণ করতে সংবিধানের মধ্যে থেকে সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে।

[আরও পড়ুন:বারাণসী মোদীর রোড শোতে জনতার ঢল! দেখুন ভিডিও][আরও পড়ুন:বারাণসী মোদীর রোড শোতে জনতার ঢল! দেখুন ভিডিও]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য জানতে ক্লিক করুন ]

English summary
Prime Minister Narendra Modi will address a rally on May 1 near Ayodhya before the fifth phase of the national election. This is the first time PM Modi will visit the area since he took power in 2014.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Metrics Calculation