For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হোক! ট্রাম্পের প্রতি ধন্যবাদজ্ঞাপন বন্ধু মোদীর

Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা। টুইট করে একথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছেন বলেও টুইটে জানান। এর জবাবে এবার প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে আশা ব্যক্ত করেন যে ভারত-মার্কিন সম্পর্ক যেন আরও দৃঢ় হোক।

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইট মোদীর

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইট মোদীর

ভারতকে ভেন্টিলেটর দান করার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'ধন্যবাদ ট্রাম্প। আমাদের সকলকে একসঙ্গে এই মহামারীর সঙ্গে লড়াই করতে হবে। দেশকে সুস্থ রাখতে ও কোরোনামুক্ত করতে এই সময়ে সবসময় দেশগুলির একসঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব আরও দৃঢ় হোক।'

ট্রাম্পের টুইট বার্তা

ট্রাম্পের টুইট বার্তা

এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছিলেন, 'আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, অ্যামেরিকা ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারীর সময় আমরা ভারতের পাশে দাঁড়িয়ে আছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে আছি। প্রতিষেধক টীকা আবিষ্কারেও আমরা একে অপরের সঙ্গে সহযোগিতা করছি। আমরা একসঙ্গে এই অদৃশ্য শত্রুকে পরাস্ত করব।'

মোদীকে 'খুব ভালো বন্ধু' বলে সম্বোধন ট্রাম্পের

মোদীকে 'খুব ভালো বন্ধু' বলে সম্বোধন ট্রাম্পের

সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'খুব ভালো বন্ধু' বলে সম্বোধন করেন ট্রাম্প। তিনি বলেন, 'ভারত অত্যন্ত মহান। আর আপনারা জানেন, সেখানকার প্রধানমন্ত্রী আমরা খুব ভালো বন্ধু।' এরপরই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইন্দো-আমেরিকান বিজ্ঞানীদের প্রশংসায় ট্রাম্প

ইন্দো-আমেরিকান বিজ্ঞানীদের প্রশংসায় ট্রাম্প

এদিকে এদিন সাংবাদিকদের ট্রাম্প ইন্দো-আমেরিকান বিজ্ঞানীদের 'দুর্দান্ত' বলে প্রশংসা করেন। তিনি জানান, প্রতিষেধক টীকা আবিষ্কারে ভারতের সঙ্গে কাজ করছে অ্যামেরিকা। আমেরিকান প্রেসিডেন্ট বলেন, 'আমি সম্প্রতি ভারত থেকে ফিরেছি। আমরা ভারতের সঙ্গে কাজ করছি। অ্যামেরিকায় প্রচুর ভারতীয় রয়েছে। তাঁদের মধ্যে অনেকে এই প্রতিষেধক আবিষ্কারের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ওই বিজ্ঞানী ও গবেষকরা দুর্দান্ত।'

English summary
PM Narendra Modi thanked US President Donald Trump saying Indo-American friendship to grow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X