For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা ভোটেও ম্যাচ ফিক্সিং, প্রচারে গিয়ে আক্রমণ শানালেন মোদী

বিধানসভা ভোটেও ম্যাচ ফিক্সিং, প্রচারে গিয়ে আক্রমণ শানালেন মোদী

  • |
Google Oneindia Bengali News

এবারের বিধানসভা ভোটে কেরলে (kerala) প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। কেরলের পালাক্কাডে তাঁর প্রথম সভা থেকে রাজ্যের বাম ও কংগ্রেস জোটকে আক্রমণ করেন। কেরলের এলডিএফ (ldf) এবং ইউডিএফ (udf)-এর মধ্যে বন্ধুত্বপূর্ণ চুক্তি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কেরলের ভোটাররা সব বুঝতে পেরেছেন।

প্রধানমন্ত্রীর কটাক্ষ

প্রধানমন্ত্রীর কটাক্ষ

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ভেটাররা জিজ্ঞাসা করছেন, এই ম্যাচ ফিক্সিং কী? এলডিএফকে কটাক্ষ করে তিনি বলেছেন, কিছু রুপোর টুকরোর জন্য জুডাস যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আর বাম সরকার কিছু সোনার জন্য কেরলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

কেরলের জন্য বিজেপির পরিকল্পনা

কেরলের জন্য বিজেপির পরিকল্পনা

কেরলের জন্য বিজেপির পরিকল্পনার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কেরলের জন্য বিজেপির দৃষ্টি সমসময়ই সামনে এগিয়ে যাওয়ার জন্য। যা উচ্চাকাঙ্খামূলকও বটে। তাতে রাজ্যের যুবক, পেশাদাররা বিজেপিকে সমর্থন করেছেন। শুধে কেরলেই নয়, সারা ভারতেই একই পরিস্থিতি বলে মন্তব্য করেছেন তিনি।

প্রথম সভা পালাক্কাডে হওয়ায় খুশি

প্রথম সভা পালাক্কাডে হওয়ায় খুশি

প্রধানমন্ত্রী এদিন ভাষণ দিতে উঠে বলেছেন, কেরলের পালাক্কাডে তাঁর প্রথম সভা হওয়ায় খুশি। কেননা সেখানকার মানুষের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোদী বলেছেন, সামনের নির্বাচনে বিজেপির জন্য সাধারণ মানুষের আশীর্বাদ চাইতেই তিনি সেখানে গিয়েছেন। বেশ কিছু দিন আগে মেট্রো ম্যা ই শ্রীধরণ বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিজেপির প্রতিশ্রুতি, দ্রুত উন্নয়ন

বিজেপির প্রতিশ্রুতি, দ্রুত উন্নয়ন

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, কেরলে ইউডিএফ এবং এলডিএফ-এর বারে বারে রাস্তা অবরোধের কারণে উন্নয়ন শ্লথ হয়ে পড়েছে। বিজেপির প্রতিশ্রুতি সেখানে দ্রুত উন্নয়ন হবে। তাই সেই সময়ও এসে গিয়েছে। এব্যাপারে তিনি বলেছেন FAST-এর এফ বলতে ফিশারি, ফার্টিলাইজার, এ বলতে এগ্রিকালচার এবং আয়ুর্বেদ, এস বলতে স্কিল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল জাস্টিস এবং টি বলতে টুরিজম এবং টেকনোলজিকে বুঝিয়েছেন।
এদিন প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছ পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের জন্য ন্যুনতম সহায়ক মূল্যের ঘোষণা করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী সভায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। ১৪০ বিধায়কের কেরল বিধানসভায় একদফায় নির্বাচন হবে ৬ এপ্রিল।
এদিন প্রধানমন্ত্রী সভা করেন তামিলনাড়ু এবং পুদুচেরিতে।

বাংলায় ধর্মীয় বিভাজন আর এনআরসির দাবি করেছেন মমতাই, বিস্ফোরক আব্বাস সিদ্দিকি বাংলায় ধর্মীয় বিভাজন আর এনআরসির দাবি করেছেন মমতাই, বিস্ফোরক আব্বাস সিদ্দিকি

English summary
PM Narendra Modi targets LDF and UDF in Kerala during his first rally there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X