For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কৃষি বিল নিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর! কৃষকদের অভয় দিয়ে যা বললেন মোদী

Google Oneindia Bengali News

রাজ্যসভায় কৃষি বিল পাশ হওয়ায় ফের কৃষকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক অনুষ্ঠানে তিনি দেশের সমস্ত কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখেন। পাশাপাশি এদিনও কৃষি বিল নিয়ে বিরোধীরা সবাইকে ভুল বোঝাচ্ছে দাবি করেন তিনি। তিনি কৃষকদের এই সব মিথ্যাচার থেকে দূরে থাকার পরামর্শ দেন। এই বিল পাশ হওয়াকে 'ভারতীয় কৃষির ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত' হিসাবে আখ্যা দেন।

কৃষকদের অভিনন্দন

কৃষকদের অভিনন্দন

প্রধানমন্ত্রী এদিন বলেন, 'গতকাল সংসদে দুটি কৃষি বিল পাশ হয়েছে। আমি আমার কৃষক ভাইদের এই বিল পাশ হওয়ায় অভিনন্দন জানাই। কৃষিক্ষেত্রে এই পরিবর্তন বর্তমান সময়ের প্রয়োজনে আনা হয়েছে এবং আমাদের সরকার কৃষকদের জন্য এই সংস্কার এনেছে। এই বিল কৃষিক্ষেত্রের সম্পূর্ণ রূপান্তর ও কোটি কোটি কৃষকদের ক্ষমতায়নের নিশ্চয়তা দেবে।'

ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

ভুয়ো খবর ছড়ানো হচ্ছে

এরপর তিনি বলেন, 'আমাদের দেশে এখনও পর্যন্ত কৃষি পণ্যের বিক্রয়কেন্দ্রিক আইনটি লাগু ছিল। কৃষি শস্যের কয়েকজনের হাতের মুঠোয় থাকত। এই আইনগুলির জেরে আমাদের দেশে মিডলম্যানরা আরও শক্তিশালী হয়েছে। তবে নয়া আইন এসে যেতে এবার খেতে কাজ করা কৃষকরা লাভবান হবেন। দালালচক্র নষ্ট হবে।' মোদী বলেন, 'সরকারি সংস্থাগুলি কৃষকদের থেকে চাল, গম ও অন্যান্য ফসল আর কিনবে না বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা। নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে।'

ন্যূনতম সমর্থন মূল্য ব্যবস্থা আগের মতোই চলবে

ন্যূনতম সমর্থন মূল্য ব্যবস্থা আগের মতোই চলবে

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, 'এই নয়া বিলগুলি কৃষকদেরকে তাদের পণ্য যে কোনও জায়গায় অবাধে বিক্রি করে বাণিজ্য করার ক্ষমতা প্রদান করবে। আমি স্পষ্ট করে বলতে চাই যে এই বিলগুলি কৃষকদের বিরোধী নয়, বরং তাঁদের স্বার্থ রক্ষার জন্যে আনা হয়েছে। আমি প্রত্যেক কৃষককে আশ্বস্ত করতে চাই যে ন্যূনতম সমর্থন মূল্য ব্যবস্থা আগের মতোই চলবে।'

সংসদে হট্টোগোল

সংসদে হট্টোগোল

প্রসঙ্গত, লোকসভার পর রবিবার রাজ্যসভাতেও প্রতিবাদ উড়িয়ে পাশ হয়ে যায় কৃষি বিল। তুমুল বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ধ্বনি ভোটে পাশ হয় বিলটি। বিলের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা। রাজ্যসভায় তৃণমূল সদস্য ডেরেক ও'ব্রায়েন ওয়েলে নেমে আসেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে হাউজ রুল বুক দেখান। বলেন, ওঁরা সংসদের নিয়ম ভেঙেছেন।

হইচই সত্ত্বেও পাশ বিল

হইচই সত্ত্বেও পাশ বিল

কৃষি সংক্রান্ত তিনটি বিল, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন,কৃষিজাত পণ্যের লেনদেন ও বাণিজ্যিক উন্নতি এবং কৃষিজাত পণ্যের মূল্যের ক্ষেত্রে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ণ, আগেই লোকসভায় পাশ হয়েছিল। আজ দ্বিতীয় ও তৃতীয় বিল দুটি রাজ্যসভার পেশ করা হয়। আর তখনই শুরু হয় গণ্ডগোল। তবে শেষমেষ তা পাশ হয় রাজ্যসভাতেও।

English summary
PM Narendra Modi speaks on Farmer's Bill after it is passed in Rajya Sabha and snubs opposition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X