For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই প্রশ্নফাঁসকাণ্ড নিয়ে জাভড়েকরকে ফোন ক্ষুব্ধ মোদীর, উঠে এল এই তথ্য

ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে ফোন-এ কথা বলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে। গোটা বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রকাশ জাভড়েকরকে নির্দেশ দেন মোদী।

  • |
Google Oneindia Bengali News

সিবিএসই বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণির প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে সরগরম গোটা দেশ। প্রশ্নপত্র ফাঁসের জেরে আবারও দ্বাদশ শ্রেণির অর্থনীতি ও দশম শ্রেণির গণিত পরীক্ষা আয়োজিত হতে চলেছে। আজ সিবিএসই-র তরফে একথা জানানো হয়েছে। আর এরপরই যারপরনাই ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিবিএসই প্রশ্নফাঁসকাণ্ড নিয়ে জাভড়েকরকে ফোন ক্ষুব্ধ মোদীর, উঠে এল এই তথ্য

এদিন ,ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে ফোন-এ কথা বলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে। গোটা বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রকাশ জাভড়েকরকে নির্দেশ দেন মোদী। ঘটনায় যাঁরা দোষী তাঁদের যেন ছেড়ে না দেওয়া হয়, সেকথা মন্ত্রী জাভড়েকরকে ফোনে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী ।

এদিন, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে, তার জন্য প্রশ্নপত্রের নিরাপত্তা আরও সুনিশ্চিত করছে সরকার। তিনি জানিয়েছেন, সারা দেশে এই পরীক্ষা আয়োজিত হলেও দিল্লির দিক থেকেই ফাঁস হয়ে ছড়িয়েছে প্রশ্নপত্র।

এদিকে, সাংবাদিক সম্মেলনে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন , দেশের বেশ কিছু জায়গায় হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। পাশাপাশি তিনি জানান,দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না ।

English summary
PM Narendra Modi speaks to HRD Minister, calls for strict action on CBSE board papers leak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X