For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০ : দেশবাসীর কাছ থেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী মোদী

কেন্দ্রীয় বাজেট, দেশবাসীর কাছ থেকে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

সামনেই পেশ হবে কেন্দ্রীয় বাজেট ২০২০। সেই বাজেট তৈরিতে ১৩০ কোটি সাধারণ দেশবাসীর পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটকে অংশগ্রহণমূলক করে তুলতে গত কয়েকবছর ধরেই অর্থমন্ত্রকের তরফে দেশবাসীর কাছ থেকে পরামর্শ চাওয়া হয়।

বাজেটের জন্য পরামর্শ চেয়েছে কেন্দ্র

বাজেটের জন্য পরামর্শ চেয়েছে কেন্দ্র

অন্য বছরগুলির মতো এবছরেও, অর্থমন্ত্রক বাজেটের জন্য পরামর্শ চেয়েছে। মাইগভইন্ডিয়ায় সম্প্রতি টুইট করে বলা হয়েছে, অর্থমন্ত্রক আপনার পরামর্শ কাজে লাগাতে চায়। কেন্দ্রীয় বাজেট ২০২০-তে। যা সংসদের আগামী অধিবেশনে পেশ করা হবে। বিশেষ করে কৃশক, শিক্ষা এবং অন্য ক্ষেত্রগুলিতে এই পরামর্শ চাওয়া হয়েছে।

দেশবাসীর কাছে মোদীর আবেদন

ওই টুইটকে তুলে ধকে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় বাজেট ১৩০ কোটি দেশবাসীর আশা আকাঙ্খাকে উপস্থাপন করে। যা দেশের উন্নয়নের লক্ষে কাজ করে। সেই জন্য তিনিও ধারণা এবং পরামর্শ চাইছেন।

পরামর্স দিতে পদক্ষেপ

পরামর্স দিতে পদক্ষেপ

ব্যবহারকারীদের কোনও বিষয় নিয়ে বলতে গেলেই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যেমন আয়কর সংক্রান্ত ক্ষেত্রে #IncomeTax #Finance, কৃষকদের জন্য হলে #Farmers #Agriculture.

টুইটারে সাড়া ব্যবহারকারীদের

টুইটারে সাড়া ব্যবহারকারীদের

ইতিমধ্যেই ব্যবহারকারীরা সাড়া দিতে শুরু করেছেন। এক টুইটার ব্যবহারকারী মাইগভ-এ টুইট করে বলেছেন, শিল্প ক্ষেত্রে ইনস্পেক্টর রাজ বিভিন্ন বিষয়ে কাজে বিঘ্ন ঘটাচ্ছে।

English summary
PM Narendra Modi seeks advice from 130 crore Indian for Union Budget 2020. Ministry of Finance has sought inputs from citizens for the last several years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X