For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশীতে একটাই সরকার, ডমরুধারী', বিরোধীদের ভোট কটাক্ষের জবাব দিলেন মোদী

'কাশীতে একটাই সরকার, ডমরুধারী', বিরোধীদের ভোট কটাক্ষের জবাব দিলেন মোদী

Google Oneindia Bengali News

কাশীতে একটাই সরকার। তিনি ডমরুধারী। মহাদেেবর ইচ্ছেতেই তৈরি হয়েছে করিডর। কাশী বিশ্বানাথ মন্দিরের করিডর উদ্বোধন করে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কারণ ঠিক ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসীর এই বিশেষ করিডর উদ্বোধনে রাজনৈতিক সমীকরণ দেখছেন বিরোধীরা। কারণ এই প্রকল্পের সূচনা করা হয়েছিল ২০১৯ সালে লোকসভা ভোটের ঠিক আগে। তারপরেই আবার ২০২২ সালে উত্তর প্রদেশ বিধানসভা ভোটের ঠিক আগে এক প্রকার তাড়াহুড়ে করেই এই প্রকল্প সম্পূর্ণ করে তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।

বিরোধীদের নিশানা

বিরোধীদের নিশানা

ঠিক ২০২২-র উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই কেন এই মন্দির করিডরের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। পুরোটাই যে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য মোদী সরকারের এই তৎপরতা তাতে কোনও সন্দেহ নেই এমনই দাবি করেেছন বিরোধীরা। প্রকাশ্যেই তাঁদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যাঁরা এই নিয়ে রাজনীতির গন্ধ খুঁজছেন তাঁদের জানিয়ে রাখি কাশীতে একটাই সরকার। তিনি ডমরুধারী। মহাদেবের ইচ্ছেতেই এই করডির তৈরি হয়েছে। বাবা বিশ্বনাথের ইচ্ছাতেই এই কাশী তৈরি হয়েছে। ওনার ইচ্ছা ছাড়া এখানে একটা পাতাও নড়ে না। এই করিডরও ওনার ইচ্ছাতেই তৈরি হয়েছে।

বারাণসীর উন্নয়ন নিয়ে মোদীর বার্তা

বারাণসীর উন্নয়ন নিয়ে মোদীর বার্তা

কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, ২০০-২৫০ বছর আগে কাশীতে সংস্কারের কাজ হয়েছিল। তারপর এই প্রথম বিশ্বনাথ ধামের সংস্কারের এত কাজ হল। এর আগে দেশের কোনও সরকার কাশী বিশ্বনাথ মন্দিরের উন্নয়নে কোনও কাজ করেননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, 'আমি যখন বারাণসীতে এসেছিলাম, তখন মানুষের উপরই আস্থা রেখেছিলাম। নানা প্রতিবন্ধকতার মুখে পড়েও উন্নয়নের কাজ থেমে থাকেনি। করোনাকালেও করিডর তৈরির কাজ হয়েছে। সেই কারণে আমি শ্রমিকদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই।' প্রসঙ্গত উল্লেখ্য এদিন করিডরের উদ্বোধনের আগে নির্মাণ শ্রমিকদের ধন্যবাদ জানাতে পুস্পবৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী মোদী।

বিরোধীদর বার্তা

বিরোধীদর বার্তা

প্রধানমন্ত্রী মোদী এদিন বিরোধীদের কটাক্ষ করে বলেেছন, 'একটা সময় ছিল, যখন মানুষ বারাণসীর মানুষদের সন্দেহ করত। বলতো, মোদীর মতো অনেকেই আসে-যায়, এভাবেই কাজ আটকে থাকে। এর পিছনে কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, কিছুটা ব্যক্তিগত স্বার্থ ছিল। কিন্তু কাশীর বাসিন্দারা তাঁদের ভুল প্রমাণ করে দিয়েছেন।' তিনি এদিন বলেছেন,'আগে গঙ্গার পাশেই কাশী বিশ্বনাথ মন্দির ছিল। বাবা বিশ্বনাথকে যখন প্রণাম করা হত, একইসঙ্গে মা গঙ্গার দর্শনও হয়ে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পথের মাঝে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। ঐতিহ্য ও আধুনিকীকরণের মিশেলে এই নতুন করিডর তৈরি করা হয়েছে।'

মোদীর প্রশংসায় যোগী

মোদীর প্রশংসায় যোগী

বিশ্বনাথ মন্দিরের করিডর উদ্বোধনের আগাগোড়াই ছিলেন যোগী আদিত্যনাথ। যোগীকে পাশে নিয়েই মোদী উদ্বোধন সর্মসূচির সব কাজ করেছেন। তার অন্যতম কারণ অবশ্যই উত্তর প্রদেশের বিধানসভা ভোট। এদিক বিশ্বনাথ মন্দির চত্ত্বরে বিশেষ অনু্ষ্ঠানে বার্তা দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, ১০০ বছর আগে বারাণসীতে এসেছিলেন , তখন তিনি সরু গলি ও নোংরা পড়ে থাকতে দেখে দুঃখ প্রকাশ করেছিলেন।'

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Narendra Modi Target Opposition from Varanasi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X