For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আমাকে প্রতিদিন দুই থেকে তিন কিলো গালি দেওয়া হয়,’ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তাঁকে প্রতিদিন দুই থেকে তিন কিলো গালি দেওয়া হয়,

Google Oneindia Bengali News

'আমাকে প্রতিদিন আমি দুই থেকে তিন কিলো গালি (খারাপ ব্যবহার) দেওয়া হয়। আর সেই গালাগালি আমার শরীরে পুষ্টিতে রূপান্তরিত হয়।' তেলেঙ্গানায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও খারাপ ব্যবহারে দুর্বল না হওয়ার পরামর্শ বিজেপি কর্মীদের দিলেন নরেন্দ্র মোদী।

‘প্রতিদিন ২-৩ কিলো গালাগালি দেওয়া হয়’

‘প্রতিদিন ২-৩ কিলো গালাগালি দেওয়া হয়’

তেলেঙ্গানায় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কিছু লোক হতাশা, ভয়, কুসংস্কারের জন্য তাঁকে গালাগালি করেন। তাঁর সম্পর্কে কটু কথা বলেন। তিনি এই ধরনের কটু কথায় গুরুত্ব দিয়ে বিপথে না যাওয়ার পরামর্শ দেন। নরেন্দ্র মোদী বলেন, 'আমাকে সবাই জিজ্ঞাসা করে, 'আমি ক্লান্ত হয়ে পড়ি না? আমাকে প্রতিদিন দুই থেকে তিন কেজি খারাপ কথা লোকে বলে। খারাপ মন্তব্য করেন। এই গালাগালিগুলো আমার শরীরে পুষ্টিতে রূপান্তরিত হয়ে যায়। আমাকে ও বিজেপি সম্পর্কে কটু কথা বললে যদি তেলেঙ্গানার উন্নতি হয়, তাহলে আপনারা খারাপ ব্যবহার বা গালি দিতে পারেন। কিন্তু আমার বিরোধীরা যদি মনে করেন, তাঁরা তেলেঙ্গানার মানুষকে গালাগালি করতে পারেন, তাহলে তাঁরা ভুল ভাবছেন। আমি বা বিজেপি কখনই তেলেঙ্গানার মানুষকে গলাগালি করতে দেব না।' শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও রাখঢাক না করেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্ূ কে চন্দ্রশেখর রাওকে আক্রমণ করেন।

কটু কথার উত্তর হবে ভালো কাজ

কটু কথার উত্তর হবে ভালো কাজ

সম্প্রতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন। এরই উত্তর দিতে গিয়ে তিনি বলেন, 'গত ২০ বছর ধরে তাঁর শুধু সমালোচনা হয়েছে।' বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'যদি আপনাদের কেউ সমালোচনা করে, তাতেও আপনারা দুঃখিত হবে না। কিছু মানুষের কাছ শুধু সমালোচনা করেন। আপনারা তাঁদের সমালোচনায় একটু হাসবেন, চায়ে চুমুক দিয়ে ভালো ভবিষ্যতের জন্য কাজ করে যাবেন। একটা নতুন সূর্যোদয়ের জন্য আপনাদের কাজ করে যেতে হবে।'

প্রধানমন্ত্রীর তেলেঙ্গানা সফর

প্রধানমন্ত্রীর তেলেঙ্গানা সফর

তেলেঙ্গানার মুনুগোদে উপনির্বাচনের ফলাফল সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, বিজেপির পরাজয় হয়েছে। কিন্তু এই উপনির্বাচনে বিজেপি খুব ভালো কাজ করেছে। তিনি বলেন, এইভাবেই একদিন তেলেঙ্গানায় নতুন সূর্য উঠবে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ৯৯০ কোটি টাকা বাজেটে নির্মিত ভদ্রাচলম রোড থেকে সত্তুপল্লী পর্যন্ত ৫৪.১ কিলোমিটার রেললাইনেরও উদ্বোধন করেন। তিনি বিভিন্ন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সড়ক প্রকল্পের জন্য মোট ২, ২৬৮ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। শনিবার বিকেলে বেগমপেট বিমানবন্দরে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

PM Narendra Modi said about verbal abuse to Telengana BJP workers

English summary
PM Narendra Modi said about verbal abuse to Telengana BJP workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X