For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদায় ২০২০! বছর শেষে করোনা ভ্যাকসিন নিয়ে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর গলায়

Google Oneindia Bengali News

এবছরের শেষ দিনটা দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তথা প্রথম সারির কোভিড যোদ্ধাদের স্মরণ করার দিন৷ ভিডিও কনফারেন্সে রাজকোটের এইমস-এর শিলন্যাস অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনা সংক্রমণের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িতে লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন আজ সেইসব মানুষকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী৷ এরই মাঝে এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশে করোনা ভ্যাকসিন আসার প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে।

কোভিড যোদ্ধাদের কুর্নিশ

কোভিড যোদ্ধাদের কুর্নিশ

মোদী বলেন, 'বছরের শেষ দিনটায় স্মরণ করতে হবে দেশের অসংখ্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী তথা প্রথম সারির কোভিড যোদ্ধাদের৷ কুর্নিশ জানাই তাঁদের, কোভিড যুদ্ধে যাঁরা মারা গেছেন৷ খারাপ সময়ে আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করার প্রমাণ দিয়েছি এই বছরে৷'

দেশের স্বাস্থ্য পরিকাঠামো একধাপ এগোল

দেশের স্বাস্থ্য পরিকাঠামো একধাপ এগোল

প্রধানমন্ত্রী আরও বলেন, 'স্বাস্থ্যই সম্পদ, চলতি বছর ফের মনে করাল আমাদের৷ পদে পদে চ্যালেঞ্জের বছর ছিল৷ ২০২০ শেষ হল উন্নত স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো তৈরির মাধ্যমে, নতুন বছরেও যা আমাদের প্রধান সংকল্প হতে চলেছে৷' নয়া এইমস প্রসঙ্গে মোদীর মন্তব্য, 'আজ দেশের স্বাস্থ্য পরিকাঠামো একধাপ এগোল৷'

৭৫০ শয্যার হাসপাতাল

৭৫০ শয্যার হাসপাতাল

এই ইনস্টিটিউট তৈরি করতে বরাদ্দ করা হয়েছে ২০১ একর জমি। আর এটা তৈরি করতে খরচ হবে ১১৯৫ কোটি টাকা। ২০২২ সালের মাঝামাঝি তৈরি হয়ে যাবে রাজকোটের এইমস। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। একই সঙ্গে পিএমও থেকে জানানো হয়েছে, ৭৫০ শয্যার হাসপাতাল হবে। থাকবে ৩০ শয্যার আয়ুষ ব্লক। এইমসে এমবিবিএস-এ ১২৫টি এবং নার্সিংয়ে ৬০টি আসন থাকবে।

English summary
PM Narendra Modi said that arrival of Coronavirus vaccine in India is now matter of time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X