For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের প্রতিক্রিয়ায় আবেগমথিত নরেন্দ্র মোদী

দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। এদিন বিকেল ৫টা বেজে ৫ মিনিটে বাজপেয়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতাল সূত্রে বলা হয়েছে। বুধবার রাত থেকেই দিল্লির হাসপাতালে বিজেপি নেতাদের ভিড় জমে গিয়েছিল। নরেন্দ্র মোদী নিজে রাতে গিয়ে দেখা করে আসেন। এদিনও ফের একবার যান। বিকেলে সরকারি ঘোষণার পর আবেগবিহ্বল প্রধানমন্ত্রী টুইটারে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। কী বলেছেন মোদী, দেখে নেওয়া যাক একনজরে।

সারা দেশ শোকে আচ্ছন্ন

সারা ভারত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুশোকে সারা ভারত আচ্ছন্ন। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান হল। তিনি দেশের জন্য বেঁচেছিলেন ও দশকের পর দশক ধরে দেশ সেবা করেছেন। আমি পরিবারকে সমবেদনা জানাই।

[আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী][আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী]

অটলের নেতৃত্ব

অটলজীর নেতৃত্বের কারণে একুশ শতকে ভারত এক শক্ত জমির উপরে দাঁড়িয়ে রয়েছে। তাঁর ভবিষ্যতের কথা ভাবার দূরদর্শিতা বিভিন্ন ক্ষেত্রের জন্য কাজ করা কোটি কোটি ভারতীয়র জীবনকে প্রভাবিত করেছে।

[আরও পড়ুন:বাজপেয়ীর সঙ্গে 'বিশেষ সম্পর্ক'! স্মরণ করলেন কৃষ্ণা বসু][আরও পড়ুন:বাজপেয়ীর সঙ্গে 'বিশেষ সম্পর্ক'! স্মরণ করলেন কৃষ্ণা বসু]

ব্যক্তিগত স্মৃতিচারণা

অটলজীর চলে যাওয়া আমার জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর সঙ্গে আমার অগুনতি স্মৃতি রয়েছে। আমার মতো সংগঠকদের অনুপ্রেরণা ছিলেন মোদী। তাঁর ক্ষুরধার ভাবনা ও হাস্যরসাত্মক ভঙ্গি আমাকে আলাদা করে আকৃষ্ট করেছিল।

বিজেপির ধারক-বাহক

অটলজীর পরিশ্রমের ফলেই একটা একটা করে ইট গেঁথে বিজেপি তৈরি হয়েছে। তিনি সারা ভারত ঘুরেছেন। বিজেপি বার্তা ছড়িয়ে দিয়েছেন। যার ফলে বিজেপি বিভিন্ন রাজ্যে ও দেশে বড় দল হিসাবে উঠে এসেছে।

English summary
PM Narendra Modi's reaction after Atal Bihari Vajpayee's demise at AIIMS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X