For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে গেল মোদীর গুজরাত সফর! জেনে নিন বিস্তারিত

প্রবল বর্ষণের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাত সফর পিছিয়ে গেল। ২০ জুলাই এই সফরের কথা ছিল। ইতিমধ্যেই প্রবল বর্ষণের কারণে সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের পরিস্থিতি খুবই খারাপ।

  • |
Google Oneindia Bengali News

প্রবল বর্ষণের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাত সফর পিছিয়ে গেল। ২০ জুলাই এই সফরের কথা ছিল। ইতিমধ্যেই প্রবল বর্ষণের কারণে সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের পরিস্থিতি খুবই খারাপ। এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণকার্য শুরু করা হয়েছে।

 পিছিয়ে গেল মোদীর গুজরাত সফর! জেনে নিন বিস্তারিত

জুনাগড়, বালাসাদের ধরমপুর এবং গান্ধীনগর, তিনটি জায়গায় সরকারি অনুষ্ঠানের যোগ দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর। কিন্তু সৌরাষ্ট্রে প্রবল বর্ষণের কারণে এই সফর পিছিয়ে দেওয়ার কছা জানানো হয়েছে সরকারি তরফে। প্রধানমন্ত্রীর অফিস থেকে ফের সফর সম্পর্কে জানানো হলে, এবিষয়ে তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে গুজরাত সরকারের তরফে।

 পিছিয়ে গেল মোদীর গুজরাত সফর! জেনে নিন বিস্তারিত

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মঙ্গলবার আকাশ পথে বন্যা বিধ্বস্ত বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। যদিও, খারাপ আবহাওয়ার কারণে গির সোমনাথে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। সোমনাথে জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ব্ন্যা পরিস্থিতি পর্যালোচনা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেখানে হেলিকপ্টার নামতে পারেনি। পরে রাজকোটের জেটপুর শহরে হেলিকপ্টার নামে। সেখান থেকে মুখ্যমন্ত্রী ভেরাভালের পথে রওনা হন। ফলে সকালের বদলে বিকেলে গির সোমনাথ জেলার পদাধিকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গির গাধা, উনা, কোদিনার তালুকে ব্যাপক বৃষ্টি হয়েছে। বেশি কিছু জায়গায় রেললাইন জলে ডুবে গিয়েছে। বহু মানুষকে উদ্ধার করে ত্রাণশিবিরে রাখা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে জেলার ১৫ টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সোমনাথে হওয়া বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব জেএন সিং এবং প্রধান সচিব কে কৈলাসনাথন। বন্যার কারণে রাজ্যে বুধবারের সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকও বাতিল করা হয়েছে।

English summary
PM Narendra Modi’s Gujarat visit postponed due to heavy rains in state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X