For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আত্মনির্ভর ভারত অভিযান, দিল্লির রাজপথে ফুটে উঠল মোদীর স্বপ্ন

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তিন সামরিক বাহিনীর প্রধান সহ একাধি গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে নতুন আঙ্গিকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়। এদিন প্রজাতন্ত্র দিবসের এই প্যাপেডেই প্রদর্শিত হল ফিট ইন্ডিয়া মুভমেন্ট ও আত্মনির্ভর ভারত সংক্রান্ত ট্যাবলো।

রামনাথ কোবিন্দের ভাষণেও ছইল আত্মনির্ভর ভারত

রামনাথ কোবিন্দের ভাষণেও ছইল আত্মনির্ভর ভারত

এর আগে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দেওয়া জাতির উদ্দেশে ভাষণেও উঠে আসে আত্মনির্ভর ভারতের বিষয়টি। ভাষণে তিনি বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরেছেন৷ জানিয়েছেন যে মহাকাশ থেকে কৃষি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল, বিজ্ঞানীরা ভারতবাসীর জীবন ও কাজকে অনেকটাই সমৃদ্ধ করেছেন৷

ভারতে করোনার দু'টো টিকাকরণ চলছে

ভারতে করোনার দু'টো টিকাকরণ চলছে

ভারতে করোনার দু'টো টিকাকরণ চলছে৷ এদিন সেই প্রসঙ্গও উঠে এসেছে রাষ্ট্রপতির কথায়৷ তিনি ভারতকে 'বিশ্বের ওষুধ প্রস্তুতকারক' হিসেবে বর্ণনা করেছেন৷ পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের সংস্কার নিয়েও মুখ খুলেছেন৷ জানিয়েছেন যে সংস্কার করতে গেলে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়৷ কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি৷ তিনি জানিয়েছেন, কৃষকদের জন্যই ভারত শস্য ও ডেয়ারিতে স্বনির্ভর৷

৩২টি ট্যাবলো ছিল প্যেরেডে

৩২টি ট্যাবলো ছিল প্যেরেডে

করোনা পরিস্থিতিতে সবরকমের বিধি পালন করেই অনুষ্ঠিত হয় ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। এদিন মোট ৩২টি ট্যাবলো ছিল প্যেরেডে। বিভিন্ন রাজ্যের ট্যাবলোর পাশাপাশি এদিন সেনাবাহিনীর নিজস্ব বিভিন্ন অস্ত্র সরঞ্জাম নিয়ে চলে প্যারেড। তাছাড়া এদিন ভারতের আকাশে প্রথমবার প্রজাতন্ত্র দিবসের দিন উড়ল রাফাল যুদ্ধবিমান।

দেশবাসীকে ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান মোদী

দেশবাসীকে ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান মোদী

এর আগে জামনগরের রাজ পরিবারের দেওয়া বিশেষ লাল পাগড়ি পরে নরেন্দ্র মোদী দেশবাসীকে ৭২ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান৷ চিরাচরিত প্রথা মেনেই এদিন সকালে প্রথমে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এবং তিন বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

English summary
PM Narendra Modi's dream project Atmanirbhar Bharat Abhiyan's Tableau in Republic Day Parade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X