For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Narendra Modi: বিশ্বকাপ ফাইনালের আগে মোদীর মুখে 'লাল কার্ড'! উত্তর-পূর্বে বাধা-বিভাজন নিয়ে নিশানায় বিরোধীরা

বছর ঘুরলেই ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে এদিন উত্তর-পূর্বে একাধিক জায়গায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসব জায়গায় তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন

  • |
Google Oneindia Bengali News

বছর ঘুরলেই ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে এদিন উত্তর-পূর্বে একাধিক জায়গায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসব জায়গায় তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন।
মেঘালয়ের অনুষ্ঠানে তিনি বলেন, গত ৮ বছরে এনডিএ সরকার উত্তর-পূর্বে সব ধরনের বাধা বিভাজনকে লাল কার্ড দেখিয়েছে।

প্রতিটি বাধাকে লাল কার্ড

প্রতিটি বাধাকে লাল কার্ড

প্রধানমন্ত্রী মোদী রবিবার মেঘালয়ের রাজধানী শিলং-এ নর্থ ইস্ট কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ভাষণ দেন। সেখানে তিনি বলেন. ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তার আট বছরের শাসনে উত্তর-পূর্বের উন্নয়নে বাধা সৃষ্টিকারী সবাইকে লাল কার্ড দেখিয়েছে। শিলংয়ের জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই অঞ্চলে উন্নত বিমান যোগাযোগের ফলে কৃষকরা উপকৃত হয়েছে। উন্নত বিমান যোগাযোগের ফলে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধি নিশ্চিত হয়েছে। গত আট বছরে এই অঞ্চলে বিমানবন্দরের সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১৬ করা হয়েছে। ২০১৪ সালের আগে বিমানের সংখ্যা ৯০০ থেকে বাড়িয়ে এথন তা ১৯০০-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। ২০১৪ সালের পর থেকে এলাকায় জাতীয় সড়ক বেড়েছে প্রায় ৫০ শতাংশের মতো।

বিভাজন সরিয়ে দেওয়া হয়েছে

বিভাজন সরিয়ে দেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উত্তর-পূর্বে দুর্নীতি-বৈষম্য, হিংসা ও ভোটব্যাঙ্কের রাজনীতির মতো বাধাগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন এর আগে উত্তর-পূর্বকে ভাগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এনডিএ সরকার সেইসব বিভাজনগুলি সরিয়ে দিয়েছে।

একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী এদিন উত্তর-পূর্ব সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন করে তা দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেন। উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিউ শিলং টাউনশিপে আইআইএম শিলংয়ের ক্যাম্পাস। এর আগে রাজ্যের কনভেনশন সেন্টারে নর্থ-ইস্ট কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা।

 উত্তর-পূর্বের আট লক্ষ্মী

উত্তর-পূর্বের আট লক্ষ্মী

প্রধানমন্ত্রী মোদী উত্তর-পূর্বের আট রাজ্যকে আট লক্ষ্মী বলেও বর্ণনা করেছেন। তিনি বলেছেন, উত্তর-পূর্বের উন্নয়নে আটটি বিষয়ে জোর দেওয়া উচিত। এই আটটি বিষয় হল শান্তি, শক্তি, পর্যটন, ফাইভ জি সংযোগ, সংস্কৃতি, প্রাকৃতিক কৃষি, খেলাধূলা এবং সম্ভাবনা। আর এই এলাকার আটটি রাজ্য হল অরুণাচল প্রদেশ, আসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা।
প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর-পূর্ব দেশের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার, যা এই এলাকায় উন্নয়নের কেন্দ্র হয়ে উঠতে পারে। প্রসঙ্গত এই অঞ্চলের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে ভারত-মিয়ানমার-থাইল্যান্ড মহাসড়ক এবং আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ চলছে।

ত্রিপুরায় রোড শো প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী মোদী এদিন ত্রিপুরার রাজধানী আগরতলায় রোড শো করেন। সেখানে প্রধানমন্ত্রীর গাড়ির ওপরে ফুলের পাপড়ি বর্ষণ করেন স্থানীয় মানুষ। প্রধানমন্ত্রী মোদী এদিন ত্রিপুরায় প্রায় ৪৩৫০ কোটি টাকার বেশি টাকা প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Sovandeb Chattopadhyay: দলে চোর আছে, আছে তো! তৃণমূলে দুর্নীতি ইস্যুতে আর কী বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়Sovandeb Chattopadhyay: দলে চোর আছে, আছে তো! তৃণমূলে দুর্নীতি ইস্যুতে আর কী বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়

English summary
PM Narendra Modi at a public meeting in Shillong, Meghalaya praises NDA work in North East in last 8 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X