For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের জন্য ‘প্রার্থনা’ মোদীর! ২০১৯-এর পর ২০২৪ লোকসভা নির্বাচনেরও ভবিষ্যদ্বাণী

২০১৯ কেন, ২০২৪-এও ক্ষমতায় আসতে পারবে না বিরোধীরা। লোকসভায় অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

২০১৯ কেন, ২০২৪-এও ক্ষমতায় আসতে পারবে না বিরোধীরা। লোকসভায় অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী ও কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ২০২৪-এ যেন ভগবান ওঁদের শক্তি দেন। ওঁরা যেন অনাস্থা লড়ার মতো অন্তত শক্তি সঞ্চয় করতে পারে।

রাহুলের জন্য ‘প্রার্থনা’ মোদীর! ২০২৪ লোকসভারও ভবিষ্যদ্বাণী

মোদীর কথায়, ২০১৯ তো কোন ছার। ২০২৪-এও বিজেপিই জিতবে। তার কারণ কংগ্রেস ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। শুধু গদিই ওদের লক্ষ্য। কংগ্রেসের ভিতরেই রয়েছে অবিশ্বাসের বীজ। সীমান্তে অশান্তির জন্য যেমন কংগ্রেস দায়ী, তেমনই দেশভাগের জন্যও দায়ী কংগ্রেস।

তিনি বলেন, মাটির সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই। তাই কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাসও হারিয়ে গিয়েছে। সেই কারণেই ওঁরা ক্ষমতায় আসতে পারবে না। দেশের জনতা-জনার্দন আমাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছে। তাই জনতা জনার্দনের বিশ্বাস যতদিন থাকবে, আমাকে এই আসন থেকে কেউ হটাতে পারবে না।

জবাবি ভাষণে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, তিনি তো বলেছিলেন, ১৫ মিনিট দাঁড়াতে পারবেন না। আমি এখানে চার বছর দাঁড়িয়ে রয়েছি। সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি। চার বছর সিদ্ধান্তে অনড় থেকেছি। আর একজন তো ২০১৯ লোকসভা ভোটের আগেই বলে দিলেন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল হবে। আমিই হব প্রধানমন্ত্রী।

মোদী বলেন, তাহলে বাকি দলগুলোর কী হবে? প্রশ্ন ছুড়ে দেন নরেন্দ্র মোদী। তিনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার কথাই ভাবছেন, অন্যের কথা ভাবছেন না। একজনের কীসের এত অহঙ্কার! এই অহঙ্কারের জন্যই কংগ্রেস কোনওদিন ক্ষমতায় ফিরতে পারবে না বলে ব্যাখ্যা করেন নরেন্দ্র মোদী।

তাঁর কথায়, ২০১৯-এ বিজেপিকে ক্ষমতায় ফিরতে হবে না বলে বিরোধীরা এখন থেকেই আওয়াজ তুলেছে। কিন্তু এখন থেকেই এত তাড়াহুড়ো কেন। ভোট আসতে সময় দিন। আমায় দেশের মানুষ এখানে বসিয়েছেন, তাহলে কেন বিনা মতদানে আমাকে উঠে যেতে বলছেন, কেন ধৈর্য্য নেই আপনাদের? ধৈর্য্য ধরুন সময়ই সব উত্তর দেবে।

English summary
PM Narendra Modi predicts result of 2024 Loksabha Election. He also prays for Congress President Rahul Gandhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X