For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বণিক সভায় প্রধানমন্ত্রীর ৫ দাওয়াই, কী বললেন মোদী?

Google Oneindia Bengali News

মঙ্গলবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের ১২৫ বছর উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বণিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ফের আত্মনির্ভরতার পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন যে ভারত ফের শীর্ষস্থানে ফিরে আসবে বিশ্ব দরবারে।

লকডাউন নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন

লকডাউন নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন

লকডাউন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'লকডাউন দেশে করোনা রুখতে করায্করী ভূনিকা নিয়েছে।' তবে লকডাউনের জেরে থমকে যাওয়া অর্থনীতি যে ফের চাঙ্গা হবে সেই আশা ব্যক্ত করে এদিন প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের কৃষক, উদ্যোগপতিদের উপর ভরসা আছে। এই জন্যই বলছি ভারত ফের ঘুরে দাঁড়াবে।'

ভারত ফের শীর্ষে উঠে আসবে

ভারত ফের শীর্ষে উঠে আসবে

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের মেধা ও প্রযুক্তির উপর ভরসা আছে। ভারত ফের শীর্ষে উঠে আসবে। ভারতের অর্থনীতি ফের শক্তি অর্জন করবে, ভারতও আরও শক্তিশালী হবে। আনলক ১ ভারতকে ফের সেই দিশাতে নিয়ে যাওয়ার কাজ করবে। আবার আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।'

করোনার বিরুদ্ধে লড়াই করেই অর্থনীতি মজবুত করতে হবে

করোনার বিরুদ্ধে লড়াই করেই অর্থনীতি মজবুত করতে হবে

পাশাপাশি তিনি বলেন, 'করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে, অর্থনীতি মজবুত করতে হবে। করোনা আবহে অনলাইনে আলোচনাই ভবিষ্যৎ হয়ে উঠছে। দেশের আর্থিক বৃদ্ধিকে সঠিক দিশাতে ফেরাতে হবে।'

লকডাউনের সময় কেন্দ্রের তরফে করা সাহায্যের খতিয়ান

লকডাউনের সময় কেন্দ্রের তরফে করা সাহায্যের খতিয়ান

দেশের জনগণকে এই লকডাউনের সময় কেন্দ্রের তরফে করা সাহায্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সকডাউনের সময়, ৫৩ হাজার কোটির বেশি আর্থিক সাহায্য করেছে কেন্দ্র। ৫০ কোটি মানুষকে ইপিএফে কনট্রিবিউশন দিয়েছে কেন্দ্র।'

আত্মনির্ভর ভারত গড়তে যা লাগবে ভারতের

আত্মনির্ভর ভারত গড়তে যা লাগবে ভারতের

আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়ে এরপর সভায় উপস্থিত বণিকদের তিনি বলেন, 'আমাদের সরকার হঠাত্ করে সংস্কার করেনি। সুনির্দিষ্টা পরিকল্পনা করেই সংস্কার করা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংজ্ঞা পাল্টে দেওয়া হচ্ছে। অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাহসী সিদ্ধান্তের পাশাপাশি অভিপ্রায়, অন্তর্ভুক্তি, অবকাঠামো, উদ্ভাবন এবং বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

<strong>বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বিপদ সংকেত! অর্থনীতির বেহাল দশার জেরে ভারতের রেটিং কমাল মুডিজ</strong>বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বিপদ সংকেত! অর্থনীতির বেহাল দশার জেরে ভারতের রেটিং কমাল মুডিজ

English summary
PM Narendra Modi points out 5 things needed for self-reliant India PM during cii 125th anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X