For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাউথ ব্লকে বসে কীভাবে সার্জিক্যাল স্ট্রাইক ২.০ 'মনিটর' করেন মোদী, উঠে এল সেই তথ্য

পুলওয়ামায় জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানে ঢুকে বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ফের আক্রমণ চালিয়েছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানে ঢুকে বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ফের আক্রমণ চালিয়েছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ ই মহম্মদের লঞ্চ প্যাড, ঘাঁটি। যার ফলে বহু জঙ্গি মারা গিয়েছে। ঠিক এভাবেই ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত পাক সীমান্ত পেরিয়ে সেদেশে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। সেবারও সীমান্তের ওপারে জঙ্গি লঞ্চ প্যাড উড়িয়ে দেয় প্যারা ট্রুপাররা।

সাউথ ব্লকে বসে কীভাবে সার্জিক্যাল স্ট্রাইক মনিটর করেন মোদী, উঠে এল সেই তথ্য

দুই বছর আগে যে সার্জিক্যাল স্ট্রাইক ভারত চালিয়েছিল তার একেবারে নেতৃত্বে ছিলেন মোদী। সেনাকে সমস্ত ছাড় দেওয়ার পাশাপাশি গোটা অপারেশন রাত জেগে পর্যবেক্ষণ করেছিলেন মোদী। সরাসরি জঙ্গি ঘাঁটি ধ্বংসের ভিডিও দেখেছিলেন। আর এবারও সার্জিক্যাল স্ট্রাইক ২.০-র সময় প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লির সাউথ ব্লকের দফতরে বসে গোটা অপারেশন 'মনিটর' করেছেন।

সূত্রের খবর, ভোররাতে বায়ুসেনা যখন পাকিস্তানে এয়ার স্ট্রাইক করছে তখন মোদী নিজে সাউথ ব্লকের কন্ট্রোল রুমে বসে গোটা অপারেশন দেখেছেন।

এই হামলা নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুকে অবগত করেন প্রধানমন্ত্রী মোদী। কীভাবে বালাকোটে পাক সীমান্ত পেরিয়ে ঢুকে ভারত হামলা চালিয়েছে তা জানান।

[আরও পড়ুন: কুম্ভস্নান সেরেই পাকিস্তানে 'সার্জিক্যাল স্ট্রাইক'! মোদী যেভাবে পাল্টা জবাবের তদারকি করলেন ][আরও পড়ুন: কুম্ভস্নান সেরেই পাকিস্তানে 'সার্জিক্যাল স্ট্রাইক'! মোদী যেভাবে পাল্টা জবাবের তদারকি করলেন ]

এদিন হামলার পর নয়াদিল্লিতে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক শাখার সঙ্গে বৈঠক করেন মোদী। দেশে কীরকম নিরাপত্তা প্রয়োজন তা নিয়ে বিশদে আলোচনা হয়। পুলওয়ামায় হামলার পরই পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছিলেন মোদী। প্রথম সার্জিক্যাল স্ট্রাইক যেমন করার আগে কিছু বলেননি, তেমনই এই হামলা করার আগে ইঙ্গিত দিয়েছিলেন। দেশের শহিদদের আত্মবলিদান বৃথা যাবে না। এটা বলে প্রচ্ছন্ন হুমকি দেন। তারপরই এদিন এয়ার স্ট্রাইকের খবর সামনে এসেছে।

English summary
PM Narendra Modi personally monitored Indian air strikes in Pakistan from South Block
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X