For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর হাইভোল্টেজ বৈঠক! সবচেয়ে বেশি গুরুত্ব কোথায় দেওয়া হচ্ছে

লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর হাইভোল্টেজ বৈঠক! সবচেয়ে বেশি গুরুত্ব কোথায় দেওয়া হচ্ছে

  • |
Google Oneindia Bengali News

শুরু হয়ে গিয়েছে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের হাইভোল্টেজ বৈঠক। দেশের তৃতীয় দফা লকডাউনের প্রেক্ষাপটে এই বৈঠক। লকডাউন আদৌ উঠবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। অন্যদিকে, দেশের ধুঁকে পড়া অর্থনীতি নিয়ে যথেষ্ট বিপাকে মোদী সরকার। এমন পরিস্থিতিতে এদিনের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব কোন সেক্টরকে দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

 বৈঠকে গুরুত্ব কাকে?

বৈঠকে গুরুত্ব কাকে?

'জান ভি, জাহান ভি' বার্তা দিয়ে লকডাউনের শুরু করেছিলেন মোদী। তৃতীয় দফার লকডাউনের শেষে এসে যখন দেশের অর্থনীতির অবস্থা ধরাশায়ী, তখন ১১ মের বৈঠকে দেশের অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায়, তা নিয়েই বেশিরভাগ আলোচনা মুখ্যমন্ত্রীদের সঙ্গে করছেন মোদী। অন্তত সূত্রে দাবি তাই।

 বৈঠকে কারা কারা রয়েছেন?

বৈঠকে কারা কারা রয়েছেন?

জানা গিয়েছে, বৈঠকে মোদীর সঙ্গে এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন। রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

 কোন কোন দিকে গুরুত্ব?

কোন কোন দিকে গুরুত্ব?

মনে করা হচ্ছে, লকডাউন উঠে গেলে কীভাবে দেশের কারখানা ও অফিসগুলিকে খোলা হবে, কাজ কীভাবে করা হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। লকডাউন পরবর্তী সময়ে অর্থনৈতিক দিকই মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠকে বেশি গুরুত্ব পাচ্ছে বলে খবর।

 দুটি ভাগে বৈঠক চলছে

দুটি ভাগে বৈঠক চলছে

১১ মের বৈঠকে দুপুর ৩ টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রথম দফার আলোচনা হবে। এরপর একটি ব্রেকের পর সন্ধ্যে ৬ টা থেকে ৮ টা পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠক হবে।

কম্পালসরি ওয়েটিং-এ পাঠানো উচিত মমতাকে! মুখ্যমন্ত্রীর খোঁজে আক্রমণ দিলীপেরকম্পালসরি ওয়েটিং-এ পাঠানো উচিত মমতাকে! মুখ্যমন্ত্রীর খোঁজে আক্রমণ দিলীপের

English summary
PM Narendra Modi meets CMs over Lockdown issue, economic activities on agenda.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X