For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার ডিএনএ-তে রাম! দীপোৎসবে অংশ নিয়ে বিরোধীদেরও নিশানা প্রধানমন্ত্রী মোদীর

অযোধ্যার ডিএনএ-তে রাম! দীপোৎসবে অংশ নিয়ে বিরোধীদেরও নিশানা প্রধানমন্ত্রী মোদীর

  • |
Google Oneindia Bengali News

রামমন্দিরের শিলান্যাসের পরে প্রথমবার অযোধ্যা সফর। আর দীপোৎসব শুরুর ছয় বছর পরেও প্রধানমন্ত্রী মোদীর এবারের সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এদিন প্রধানমন্ত্রী দীপোৎসবে অংশ নেওয়ার পাশাপাশি সরয়ূর তীরে লেজার শোতেও অংশ নেন।

অযোধ্যায় দীপোৎসবে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদী এদিন অযোধ্যার দীপোৎসবে অংশ নেন। তিনি বলেন, কোভিডের সময় প্রত্যেক ভারতবাসী হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিল। বিশ্ব দেখেছিল দেশটি কীভাবে মহামারীর সঙ্গে লড়াই করছে। ফলে ভারতীয়দের চেতনা আর আলোর উৎসবের সঙ্গে এর সংযোগকে উজ্জীবিত করেছে। তিনি বলেছেন, আজ একটি আশার রশ্মির দিন, মানবজাতির একটি রশ্মি, জনভাগীদারির একটি রশ্মি, সবকা সাথ-সবকা বিকাশ-এর একটি রশ্মি। অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, দীপোৎসব শুরু হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনা ও অনুপ্রেরণায়। যা এখন দেশের উৎসবে পরিণত হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী দীপোৎসবের অংশ হিসেবে ভগবান রামচন্দ্রের প্রতীকী রাজ্যাভিষেকে অংশ নেন।

রাম সারা বিশ্বকে আলো দিয়েছেন

প্রধানমন্ত্রী বলেছেন, রাম ছিলেন একজন আলোকবর্তিকা। যিনি সারা বিশ্বকে আলো দিয়েছিলেন। প্রধানমন্ত্রী এদিন সরয়ূ নদীর তীরে দীপোৎসবের সূচনা করেন। তিনি আরতি দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মাটির প্রদীপ সেখানে জ্বালানো হয়। তিনি বলেন, দীপাবলির প্রদীপ ভারতের আদর্শ, মূল্যবোধ, দর্শনের জীবন্ত শক্তি। প্রধানমন্ত্রী বলেন, ভগবান রাম সরা বিশ্বকে আলো দান করেন, তিনি আলোর মতো। তিনি বলেন, এই উদযাপন সাংস্কৃতিক ভারতের নৈতিকতাকে পুনরুজ্জীবিত করবে।

রাম সবকা সাথ, সবকা বিকাশের প্রতীক

রাম সবকা সাথ, সবকা বিকাশের প্রতীক

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, রাম ছিলন সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের অনুপ্রেরণা। তিনি বলেছেন, ভগবান শ্রী রামের 'কর্তব্য বল'-এর শিক্ষা থেকে আমরা তাঁর শাসনকে সম্মান জানাতে এবং বিশ্বব্যাপী আমাদের পরিচয় প্রতিষ্ঠা করতে 'কর্তব্য পথ' নিয়ে এসেছি। তিনি বলেন, ভগবান রাম কাউকে ছাড়েন না, আবার কাউকে ফিরিয়েও দেন না।

অযোধ্যায় বিকাশ নতুন উচ্চতায়

অযোধ্যায় বিকাশ নতুন উচ্চতায়

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, একটা সময় ছিল যখন অযোধ্যাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হত। এখন অযোধ্যা উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করেছে। তিনি বিরোধীদের নাম না করে বলেন, আগে ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আর আজ অযোধ্যার উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।

অযোধ্যার ডিএনএ-তে রাম

অযোধ্যার ডিএনএ-তে রাম

অযোধ্যা সফররত প্রধানমন্ত্রী এদিন বলেছেন অযোধ্যার ডিএনএ-তে রাম রয়েছেন। তিনি রামলালার কাছে প্রার্থনা করতে পেরে সম্মানিত এবং ধন্য মনে করছেন। দীপাবলি উপলক্ষে তিনি রামভক্তদের অভিনন্দনও জানিয়েছেন।

দিওয়ালি উপলক্ষে অযোধ্যায় রামলালার কাছে প্রার্থনা! শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদীদিওয়ালি উপলক্ষে অযোধ্যায় রামলালার কাছে প্রার্থনা! শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শনে প্রধানমন্ত্রী মোদী

English summary
PM Narendra Modi, Lord Ram is in Ayodhya's DNA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X