For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের দিন ঘোষণার পরে প্রথম গুজরাত সফর! রাজ্যবাসীকে বিজেপির স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরে প্রথমবার নিজের রাজ্য সফর। আর সেই সফরে রাজ্যবাসীর জন্য নতুন স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের কাপরাদা গ্রামের সমাবেশেষ ভাষণ দেওয়ার সময় নতুন স্লোগান তিনি দ

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরে প্রথমবার নিজের রাজ্য সফর। আর সেই সফরে রাজ্যবাসীর জন্য নতুন স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের কাপরাদা গ্রামের সমাবেশেষ ভাষণ দেওয়ার সময় নতুন স্লোগান তিনি দেন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী গুজরাত সফর করেছিলেন। সেই সময়ে মরবিতে ব্রিজ ভেঙে প্রায় ১৪০ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

বেশ কয়েকবার স্লোগান

গুজরাতের কাপরাদায় প্রধানমন্ত্রী এদিন প্রায় ২৫ মিনিট ভাষণ দেন। সেখানে তিনি গুজরাতিতে বলেন 'আ গুজরাত, ম্যায় বন্যাউ ছে' ( আমি এই গুজরাত বানিয়েছি)। তিনি নিজে বলার পরে সেখানে উপস্থিত দলের কর্মী-সমর্থক-সাধারণ মানুষকে দিয়েও বেশ কয়েকটি তা উচ্চারণ করতে বলেন।

২০ বছর ধরে গুজরাতের মানহানি

২০ বছর ধরে গুজরাতের মানহানি

প্রধানমন্ত্রী এদিন সভায় অভিযোগ করেন, গত ২০ বছর ধরে রাজ্যের মানহানি করা হয়েছে। গুজরাতবাসী এবারের নির্বাচনে রাজ্য বিভাজনকারী শক্তিগুলিকে ধ্বংস করে দেবে। তিনি বলেন, যে বিভাজনকারী শক্তিগুলি ঘৃণা ছড়াতে লিপ্ত হয়েছে, যারা গুজরাতকে অপমান করে কিংবা করার চেষ্টা করে, তাদের গুজরাত থেকে তাড়ানো হয়েছে। নাম না করে তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, এবারের নির্বাচনেও তাদের একই পরিণতি হবে।

রেকর্ড ব্যবধানে জিতবে বিজেপি

রেকর্ড ব্যবধানে জিতবে বিজেপি

প্রধানমন্ত্রী এদিনের সভায় দাবি করেন, দিল্লিতে বসে তিনি বিজেপির রেকর্ড ব্যবধানে জেতার খবর পাচ্ছেন। আর তিনি নির্বাচনী প্রচারে এসেছেন বিজেপির হয়ে জয়ের ব্যবধান বাড়াতে, আগেকার রেকর্ডকে ছাপিয়ে যেতে। গুজরাতের জন্য তিনি যতটা সম্ভব সময় দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রসঙ্গত একাধিক জনমত সমীক্ষায় বলা হচ্ছে, এবারের নির্বাচনে বিজেপি আগের বারের থেকে প্রায় ৪০ টি আসন বাড়িয়ে ১৩৫ থেকে ১৪৩ টি আসন পেতে পারে। গত ২০১৭-র নির্বাচনে বিজেপি ১৮২ টি আসনের মধ্যে জিতেছিল ৯৯ টি আসন। কংগ্রেস পেয়েছিল ৭৭ টি আসন। সেক্ষেত্রে কংগ্রেসের আসন ৩৬ থেকে ৪৪ টি কমতে পারে। এর আগে পরপর ছটি বিধানসভা নির্বাচনে টানা জয় পেয়েছে বিজেপি।

গুজরাতে এবার ত্রিমুখী লড়াই

গুজরাতে এবার ত্রিমুখী লড়াই

জনমত সমীক্ষাগুলিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, এবারের নির্বাচনে গুজরাতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। অরবিন্দ কেজরিওয়ালের আপেরও অন্যতম শক্তি হয়ে উঠে আসার প্রবণতাও নাকি দেখা যাচ্ছে। গুজরাতে ১ ও ৫ ডিসেম্বর দুদফায় নির্বাচন হতে যাচ্ছে। প্রথম দফায় ৮৯ টি আসনে এবং দ্বিতীয় দফায় ৯৩ টি আসনে নির্বাচন হবে। ৮ ডিসেম্বর ভোট গণনা এবং ১০ ডিসেম্বর পুরো গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে।

ক্ষমতা ধরে রাখতে হিমাচল প্রদেশেও UCC তাস অমিত শাহের! ইস্তেহার নিয়ে কংগ্রেসকে নিশানাক্ষমতা ধরে রাখতে হিমাচল প্রদেশেও UCC তাস অমিত শাহের! ইস্তেহার নিয়ে কংগ্রেসকে নিশানা

English summary
PM Narendra Modi launches new election slogan for his home state in Gujarati - 'I have made this Gujarat'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X