
মোদীর 'রাইফেল' রাজনীতি! রাহুলকে তাক করতে আমেথি যাচ্ছেন প্রধানমন্ত্রী
লোকসভা ভোটের আগে প্রচারের সামনে মেক ইন ইন্ডিয়াকে রেখে এবার দেশেই একে ৪৭/২০৩ রাইফেল তৈরির কারখানার উদ্বোধনের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের আমেথির কাছে কোরওয়ায় রবিবার ৩ মার্চ এই রাইফেল ফ্যাক্টরির উদ্বোধন করবেন মোদী। এর আগে ২৮ ফেব্রুয়ারি এই ফ্যাক্টরি উদ্বোধন হওয়ার কথা ছিল।

রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র আমেথি। সেখানকার অস্ত্র কারখানায় প্রথম পর্যায়ে সেনাবাহিনীর জন্য ৭.৪৭ লক্ষ রাইফেল তৈরি করা হবে। পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জন্য অস্ত্র তৈরি করা হবে। আপাতত টার্গেট ২০ লক্ষ রাইফেল তৈরি করা।
রবিবারের আমেথি সফরে প্রধানমন্ত্রী আমেথিতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের শুরু কিংবা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ইন্দো-রাশিয়া রাইফেলস প্রাইভেট লিমিটেড ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং রাশিয়ার সংস্থার যৌথ উদ্যোগ। এখানে সর্বশেষ প্রকারের কালাশনিকভ রাইফেল তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
বর্তমান সময়ে সেনাবাহিনীর ১০ লক্ষ সদস্যের জনপ্রিয় রাইফেল হল কালাশনিকভ। যা আমদানি করতে হয়। এই সংস্থাকে দিয়ে ভারতে অস্ত্র কারখানা তৈরি ব্যাপারে রাশিয়া সরকারও সমর্থন করেছে।