For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনের সারিতে দাঁড়িয়ে দেশ রক্ষা করে সিআরপিএফ, উত্থান দিবসে জওয়ানদের শুভেচ্ছাবার্তা মোদীর

Google Oneindia Bengali News

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ৮২তম উত্থান দিবসে আধিকারিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ তিনি টুইটারে লেখেন, 'সিআরপিএফ আমাদের দেশকে সুরক্ষিত রাখতে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে৷'

সামনের সারিতে দাঁড়িয়ে দেশ রক্ষা করে সিআরপিএফ : মোদী

প্রধানমন্ত্রীর টুইটবার্তা, 'সিআরপিএফ-এর সমস্ত আধিকারিকদের ৮২ তম উত্থান দিবসের শুভেচ্ছা৷ সিআরপিএফ আমাদের দেশকে সুরক্ষিত রাখতে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে ৷ এই বাহিনীর সাহস ও পেশাদারিত্ব ব্যাপকভাবে প্রশংসিত৷ আগামী বছরগুলিতে সিআরপিএফ আরও উচ্চতায় উঠুক সেই কামনা করি৷'

প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ সিআরপিএফ আধিকারিকদের শুভেচ্ছা জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু ৷ তাঁর টুইটবার্তা, "দেশের শান্তিরক্ষক সিআরপিএফ-এর ৮২ তম উত্থান দিবস উদযাপন করছে ৷ কর্তব্য ও দেশের নিরাপত্তার প্রতি নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রতিশব্দ সিআরপিএফ। আমি সকল আধিকারিক ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই৷'

১৯৩৯ সালের ২৭ জুলাই 'ক্রাউন রিপ্রেজেনটেটিভ'স পুলিশ' নামে সিআরপিএফ-এর উত্থান হয়৷ ১৯৪৯ সালের ২৪ ডিসেম্বর সিআরপিএফ আইন তৈরি করে এই বাহিনীর নামকরণ করা হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স৷

শিবের মাথায় জল ঢালতে নেমে বিপত্তি! দামোদরে তলিয়ে গেল ৪ বন্ধু, বেঁচে ফিরল ২ জনশিবের মাথায় জল ঢালতে নেমে বিপত্তি! দামোদরে তলিয়ে গেল ৪ বন্ধু, বেঁচে ফিরল ২ জন

English summary
PM Narendra Modi lauds CRPF for their duty to keep India safe on occasion of rising day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X