সিএএ বিতর্কের মধ্যেই ঢাকা সফরে যাচ্ছেন মোদী, একের পর এক প্রশ্ন সেখানকার বিরোধীদের
সিএএ নিয়ে বিক্ষোভ চলছে সারা দেশে। যে দেশগুলি থেকে সেখানকার সংখ্যালঘুরা সিএএ-র দৌলতে ভারতে নাগরিকত্ব পেতে পারেন, সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। সেখানেই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

১৬ মার্চ ঢাকা যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৬ মার্চ ঢাকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেষ মুদিবর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি নরেন্দর মোদী। বাংলাদেশ সরকারের তরফে একথা আগেই জানানো হয়েছে।

সিএএ পছন্দ নয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর
সিএএ পছন্দ নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই আইনের কী প্রয়োজন ছিল সেই প্রশ্নও তুলেছেন তিনি। তবে বিষয়টি ভারতেকর অভ্যন্তরীণ বলেও বর্ণনা করেছিলেন। অন্যদিকে ভারত সফর বাতিল করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও দুই মন্ত্রীর পর বাতিল নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ নয় বলে জানিয়েছিল বাংলাদেশ সরকার। এছাড়াও, বাংলাদেশে ভারতের এই আইন নিয়ে ছোটখাটো বিক্ষোভও হয়েছে বলে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের বিরোধীদের প্রশ্ন
তবে বাংলাদেশের বিরোধীদলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে কেন আওয়ামি লিগ সরকার ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাল। কেন বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে মোদীকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তুলেছে তাঁরা।

এর আগেও ঢাকা সফর করেছেন মোদী
এর আগেও ঢাকা সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সালের ৬ ও ৭ জুন বাংলাদেশ সফর করেছিলেন তিনি। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতি সৌধে গিয়ে মুক্তি যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন।
দিল্লির তখত দখলে 'শাহিনবাগ ফ্যাক্টর' কি বিপাকে ফেলবে বিজেপিকে! পদ্মশিবিরের সমীক্ষায় কোন ব্যাখ্যা