For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রামকে রক্ষা করাই বড় চ্যালেঞ্জ, ভ্যাকসিন সরবরাহ নিয়ে কোভিড বৈঠকে রাজ্যগুলিকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

গ্রামকে রক্ষা করাই বড় চ্যালেঞ্জ, ভ্যাকসিন সরবরাহে নিয়ে কোভিড বৈঠকে রাজ্যগুলিকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে গ্রামীণএলাকা গুলির দিকে বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগেও একাধিক বৈঠক গ্রামীণ অঞ্চলগুলির উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে রাজ্যগুলিকে করোনা ভ্যাকসিন পাঠানো নিয়েও আশার কথা শুনিয়েছেন তিনি।

আসন্ন বর্ষায় কোভিড মোকাবিলার চ্যালেঞ্জ ! জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মোদী দিলেন বড়সড় নির্দেশ আসন্ন বর্ষায় কোভিড মোকাবিলার চ্যালেঞ্জ ! জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মোদী দিলেন বড়সড় নির্দেশ

সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত দেশ

সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত দেশ

করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভের ধাক্কায় বিপর্যস্ত দেশ। দৈনিক সংক্রমণ কমলেও ভয় ধরাচ্ছে দৈনিক মৃত্যু সংখ্যা। কিছুতেই দৈনিক মৃত্যুর সংখ্যায় রাশ টানা যাচ্ছে না। প্রতিদিনই চার হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন করোনা সংক্রমণে। রাজ্যগুলিতেও দৈনিক মৃত্যুর সংখ্যায় রাশ টানা যাচ্ছে না। তার উপরে ভ্যাকসিন সংকট তো রয়েইছে।

বৈঠক প্রধানমন্ত্রী

বৈঠক প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন রাজ্যে করোনা পরিস্থিতি কী করম রয়েছে তা নিয়ে পর্যালোচনা হয়। ৯ রাজ্যে ৪৬টি জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। করোনা সংক্রমণে এবার গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়িয়েছে গ্রামীণ এলাকা গুলিতে। তাই জেলা শাসকদের সঙ্গে কথা বলে। সবার আগে গ্রামাঞ্চলের করোনা পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন তিনি। গ্রামীণ এলাকা গুলিকে সুরক্ষিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি।

গ্রামে সংক্রমণ বেশি

গ্রামে সংক্রমণ বেশি

করোনার সেকেন্ড ওয়েভে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সেকারণেই এত দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও একের পর এক লকডাউন করে কিছুটা হলেও করোনা সংক্রমণে রাশ টানা গিয়েছে। গ্রামে সংক্রমণ রুখতে স্থানীয় কন্টেইনমেন্ট জোন করার পরামর্শ দিয়েছেন তিনি। তার সঙ্গে ডোর ডু ডোর করোনা পরীক্ষা করার কথাও বলেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক রাজ্য এই পথে চলতে শুরু করেছে।

ভ্যাকসিন সংকট মোকাবিলায় উদ্যোগ

ভ্যাকসিন সংকট মোকাবিলায় উদ্যোগ

করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা ভ্যাকসিন সংকটও তৈরি হয়েছে দেশে। রাজ্য গুলিকে আস্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্র ভ্যাকসিন উৎপাদন দ্রুত করার চেষ্টা করছে। শীঘ্রই এই সংকট দেশ কাটিয়ে উঠবে এবং সব রাজ্যেই করোনা ভ্যাকসিন পর্যাপ্ত পরিমানে পৌঁছবে।

English summary
PM Narendra Modi instruct to special take care of Village areas to protect Coronavurus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X