For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চায়ে পে চর্চা'-র পর 'পরীক্ষা পে চর্চা' -র আসরে মোদী,অন্য মেজাজে প্রধানমন্ত্রী

দিল্লির তালকোটরা স্টেডিয়ামে স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'পরীক্ষা পে চর্চা' নামের এই অনুষ্ঠানটি দেশের সমস্ত সিবিএসসি স্কুলে সম্প্রচারিত হয়।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির তালকোটরা স্টেডিয়ামে স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'পরীক্ষা পে চর্চা' নামের এই অনুষ্ঠানটি দেশের সমস্ত সিবিএসসি স্কুলে সম্প্রচারিত হয়। সামনেই পরীক্ষার মরশুম। সমস্ত জায়গায় পরীক্ষার্থীদের মধ্যেই তা নিয়ে বেশ চাপ রয়েছে, এদিন পড়ুয়াদের সঙ্গে পরীক্ষার চাপ সরিয়ে জীবনে এগিয়ে চলা নিয়ে বহু বক্তব্য রাখেন মোদী। দেখে নেওয়ী যাক তিনি কী কী বলেছেন এদিনের অনুষ্ঠানে।

পরীক্ষার চাপ কাটাতে পড়ুয়াদের নানা পরামর্শ মোদীর, ধরা দিলেন অন্য মেজাতে

  • প্রথমেই তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ভুলে যান আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। মনে করুণ আপনারা বন্ধুর সঙ্গে কথা বলছেন।
  • পরীক্ষার্থীদের বার বার ভুলে যাওয়া নিয়ে মোদী জানিয়েছেন অতিরিক্ত পড়াশুনো করে প্রস্তুতির জন্য এই সমস্যা পড়ুয়াদের মধ্যে।
  • প্রধানমন্ত্রী বলেন ,পরীক্ষা দিতে যাওয়ার সময়ে ভুলে যান যে কেউ আপনার পরীক্ষা নিচ্ছে। মনে করুণ আপনার ভবিষ্যত তৈরি করছেন, আপনাকে বিচার করার জন্য আর কেউ নয়, আপনি নিজেই রয়েছেন।
  • এদিন মজা করে মোদী বলেন, এমনিতে বিদ্যার দেবী সরস্বতী , কিন্তু পরীক্ষার সময়ে সকলেই হনুমানজি কে স্মরণ করেন!

  • ভালো ফল করতে প্রয়োজন আত্মবিশ্বাস: মোদী
  • সচিন তেণ্ডুলকারের প্রসঙ্গ তুলে , মোদী বলেন য়ে সময়ে যেটা প্রয়োজন সেটাই করা উচিতব ন্ধুদের সঙ্গে প্রতিযোগিতার রাস্তায় না গিয়ে , নিজের মতো করে তৈরি হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর। এজন্য নিজের দিকে আগে নজর দেওয়া উচিত বলে দাবি করেন তিনি।
  • মনঃসংযোগর জন্য কোনও বিশেষ পদ্ধতি শেখবার দরকার নেই। এটা গান বা বই পড়ে বা বন্ধুদের সঙ্গে কথা বলেই অর্জন করা যায়।
  • বাবা মায়ের ভাবনা চিন্তাকে সম্মান করার বার্তা প্রধানমন্ত্রীর। তাই অভিভাবকদের নিষ্ঠায় সন্দেহ কার উচিত নয় ,কারণ তাঁদেরও কিছু স্বপ্ন থাকে, এমনই বার্তা দেশের পড়ুয়াদের প্রতি দিয়েছেন নরেন্দ্র মোদী।
  • 'ভারতীয় ছেলেমেয়ারা জন্মগত রাজনীতিবিদ' বলে রসিকতার সুরে পড়ুয়াদের নান সমস্যাকে মজার ছলে সমাধানের রাস্তা বলে দেন প্রধানমন্ত্রী।
  • নম্বরের পিছনে অভিভাবকদের দৌড়তে বারণ করেন মোদী, পাশাপাশি প্রতিটি মানুষের মধ্যে যে লুকিয়ে থাকা গুণ রয়েছে তাকে বেশি নজর দেওয়ার জন্য পড়ুয়া ও তাদের অভিভাবকদের উদ্দেশে বার্তা দেন মোদী।
  • সন্তান বড় হলে বন্ধু হয়ে যায় :মোদী।
  • শিক্ষক ছাত্র সম্পর্ক আরও গভীর করার বার্তা মোদীর। শিক্ষককে নিজের বন্ধু ভাবা উচিত পড়ুদের বলে বার্তা দেন মোদী।
  • নিজের মধ্যে ছাত্রভাবকে জাগিয়ে রাখার বার্তা প্রদানমন্ত্রীর।
  • সময়ের সঠিক উপযোগিতা জেনে জীবনের চলার পথ ঠিক করার পরামর্শ পড়ুয়াদের দিলেন প্রধানমন্ত্রী।
  • কেরিয়ার নয়, কিছু করার ইচ্ছে মনে রাখুন স্বতন্ত্রভাবে এগোনোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
  • এক পড়ুয়া প্রশ্ন করেন যে, সামনের বছরে প্রধানমন্ত্রী ও সেই পড়ুয়া দুজনেরই পরীক্ষা, এনিয়ে প্রধানমন্ত্রী কতা প্রস্তুত? উত্তরে প্রধানমন্ত্রী মজা করে বলেন, ওই পড়ুয়ার ভবিষ্যতে সাংবাদিক হওয়া উচিত। পরে তিনি জবাব দেন, কাজ করে যান , পরীক্ষা তো আসবেই!
  • সকলকে শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন মোদী।
English summary
PM Narendra Modi To Hold Pariksha Par Charcha With Students In Delhi, updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X