For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উড়ল সিকিম! কলকাতা থেকে সময় কমল গ্যাংটক সফরের, মোদীর হাতে হল উদ্বোধন

বিমানবন্দর পেল সিকিম। আর সেইসঙ্গে দীর্ঘদিন ধরে এই পাহাড়ি রাজ্যের আকাশে ওড়ার স্বপ্নও পূরণ হল। সিকিমের প্রথম অসামরিক বিমানবন্দরের নাম পাকইয়ং। গ্যাংটক শহর থেকে যার দূরত্ব ৩০ কিলোমিটার।

Google Oneindia Bengali News

বিমানবন্দর পেল সিকিম। আর সেইসঙ্গে দীর্ঘদিন ধরে এই পাহাড়ি রাজ্যের আকাশে ওড়ার স্বপ্নও পূরণ হল। সিকিমের প্রথম অসামরিক বিমানবন্দরের নাম পাকইয়ং। গ্যাংটক শহর থেকে যার দূরত্ব ৩০ কিলোমিটার।

 উড়ল সিকিম! কলকাতা থেকে সময় কমল গ্যাংটক সফরের, মোদীর হাতে হল উদ্বোধন

নয় বছর আগে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। ৬০৫ কোটি টাকা ব্যয় হয়েছে এই বিমানবন্দর তৈরি করতে। সমুদ্রস্পৃষ্ট থেকে ৪,৫০০ ফুট উঁচুতে একটা হিল-টপে পাকইয়ং বিমানবন্দর। সিকিমে এটাই প্রথম বিমানবন্দর। এতদিন সিকিমের মানুষের সবচেয়ে কাছের বিমানবন্দর ছিল বাগডোগরা। যার দূরত্ব ১২৪ কিলোমিটার।

'মন কি বাত' অনুষ্ঠানে ২৩ সেপ্টেম্বর এই বিমানবন্দরের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে সিকিমের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও সহজ ও সুগম হল বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

 উড়ল সিকিম! কলকাতা থেকে সময় কমল গ্যাংটক সফরের, মোদীর হাতে হল উদ্বোধন

[আরও পড়ুন:রাফালে চুক্তি কি বাতিল হবে! এবার আসরে নামছে ক্যাগ, কী বলছেন জেটলি][আরও পড়ুন:রাফালে চুক্তি কি বাতিল হবে! এবার আসরে নামছে ক্যাগ, কী বলছেন জেটলি]

২০০৯ সালে পাকইয়ং-এ এই বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল। ইন্দো-চিন সীমান্ত থেকে এই বিমানবন্দরের দূরত্ব ৬০ কিলোমিটার। এই বিমানবন্দরের জন্য চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় ভারত কৌশলগতভাবে সুবিধা পাবে বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ২০১ একর জমির উপরে তৈরি এই বিমানবন্দরের রানওয়ে লম্বায় ১.৭৫ কিলোমিটার। চওড়া ৩০ মিটার।

 উড়ল সিকিম! কলকাতা থেকে সময় কমল গ্যাংটক সফরের, মোদীর হাতে হল উদ্বোধন

[আরও পড়ুন: রাফালে ইস্যুতে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টকে একহাত নিলেন আরুণ জেটলি][আরও পড়ুন: রাফালে ইস্যুতে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্টকে একহাত নিলেন আরুণ জেটলি]

এই বিমানবন্দরের ফলে কলকাতাবাসীদের গ্যাংটক যাওয়ার সফর-এর আরও সুবিধা হল। বাঙালির কাছে সৈকত ভ্রমণ মানে যদি হয় পুরী তাহলে শৈল-পর্বতে ছুটি কাটানোর জন্য পয়লা পসন্দ সিকিম। বাংলার অধিকাংশই গ্যাংটক থেকে সিকিমের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে ছড়িয়ে যান। এতদিন এই সব পর্যটকদের কাছে সিকিম যাত্রা মানে ছিল নিউ জলপাইগুড়ি পৌঁছে গাড়ি নিয়ে গ্যাংটক যাত্রা। এতে সময়ও বেশি লাগে। সেইসঙ্গে খরচাও বেশ। অথচ প্রায় একই খরচে মাত্র কয়েক ঘণ্টাতেই কলকাতা থেকে এবার সিকিম পৌঁছে যেতে পারবেন পর্যটকরা।

[আরও পড়ুন: 'মোদী ফোবিয়া'-য় কাঁপছে বিরোধীরা! ওড়িশা থেকে আক্রমণে সুর চড়ালেন অমিত শাহ][আরও পড়ুন: 'মোদী ফোবিয়া'-য় কাঁপছে বিরোধীরা! ওড়িশা থেকে আক্রমণে সুর চড়ালেন অমিত শাহ]

English summary
Sikkim has got its first airport after 9 years of foundation was laid. The airport has built-in Pakyong 33 km from Gangtok
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X