For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ৭ দিনের আমেরিকা সফর শুরু! হাতে আসবে নতুন পুরস্কার

এক সপ্তাহের আমেরিকা সফরে রওনা হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে দুদেসের সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

  • |
Google Oneindia Bengali News

এক সপ্তাহের আমেরিকা সফরে রওনা হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে দুদেসের সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নিউইয়র্ক যাওতার আগে প্রধানমন্ত্রী জার্মানিতে নামবেন কিছু সময়ের জন্য। এর আগে মোদীর এই সফরের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার কথা জানিয়ে দেয়। প্রধানমন্ত্রীর এই সফর চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মোদীর ৭ দিনের আমেরিকা সফর শুরু! হাতে আসবে নতুন পুরস্কার

প্রধানমন্ত্রীর এই সফরে সেখানকার এনার্জি কোম্পানিগুলির সিইও দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও কমিউনিটি ইভেন্ট রয়েছে হাউস্টনে। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের ৭৪ তম অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ারও কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের সঙ্গেও বৈঠক করবেন পাশাপাশি দ্বিপাক্ষিক নানা বিষয় পর্যালোচনা হবে এই বৈঠকে। মোদীর এই সফরে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দুদফায় বৈঠক হবে বলে জানিয়েছেন মোদী। এইসফরে বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন থেকে গ্লোবাল গোলকিপার্স গোল অ্যাওয়ার্ড ২০১৯ তুলে দেওয়া হবে মোদীর হাতে।

হাউস্টনে ইন্ডিয়ান-আমেরিকান কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন মোদী। সেখানে তাদের সাফল্য নিয়ে আলোচনার পাশাপাশি, তাদের বিভিন্নভাবে আমেরিকার সঙ্গে জড়িয়ে যাওয়ার কাহিনীও শুনবেন মোদী।

নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ রিষদের সভায় ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বের অন্য নেতাদের সঙ্গেও তার কথা হতে পারে বলে জানা গিয়েছে।

মোদী জানিয়েছে, আমেরিকায় শান্তি ও সুরক্ষায় ভারতের অবস্থান, বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধিতে ভারতের অবস্থানের কথা তুলে ধরবেন। আবশ্যিকভাবে সেখানে সন্ত্রাসবাদ নিয়েও কথাও উঠে আসবে।

২৩ সেপ্টেম্বর আবহাওয়ার পরিবর্তন নিয়ে শীর্ষ বৈঠকে ভারতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিনি আন্তর্জাতিক মহলের কাছে ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন। এছাড়াও দেশে স্বাস্থ্য পরিষেবার যে উন্নতি হয়েছে, সেকথাও তিনি তুলে ধরবেন।

রাষ্ট্রসংঘে ভারতের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিবস পালনেরও কর্মসূচি নেওয়া হয়েছে।

English summary
PM Narendra Modi has departed for a week-long visit to the United States
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X