For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজব এড়িয়ে সামনে বিজেপি! নয়ডার মঞ্চ থেকে মোদী দিলেন উন্নয়নের বার্তা

উত্তরপ্রদেশ বদলাচ্ছে। উন্নয়ন হচ্ছে। আগে ২ টি মোবাইল তৈরির কারখান ছিল। এখন ১২৫ টি তৈরি হয়েছে। গ্রেটার নয়দায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ বদলাচ্ছে। উন্নয়ন হচ্ছে। আগে ২ টি মোবাইল তৈরির কারখান ছিল। এখন ১২৫ টি তৈরি হয়েছে। গ্রেটার নয়দায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, নয়দা ও গ্রেটার নয়দার মেট্রো সংযোগ সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর জন্য।

উত্তর প্রদেশের গ্রেটার নয়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সেখানে পণ্ডিত দীনদয়াল উপাদ্যায় ইনস্টিটিউট অফ আর্কিওলজির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা। এদিন প্রধানমন্ত্রী গ্রেটার নয়দায় মেট্রো এক্সটেনশনের সূচনা করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের পূর্বতম মুখ্যমন্ত্রীদের সমালোচনা করেন। তারা নয়দায় আসতে চাইতেন না বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর। কেননা যিনিই নয়দায় যান, তিনিই পরাজিত হন। এমনই নাকি গুজব রয়েছে সেখানে।

মোদীর উন্নয়ন বার্তা

মোদী বলেন বিজেপি কর্মীদের মোদী মোদী চিৎকারে কারও কারই ঘুম ছুটে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আগে নয়দা আর গ্রেটার নয়দা বলতে দুর্নীতি আর লুটকে বোঝাত। কিন্তু এখন নয়দা বলতে উন্নতিকেই বোঝায়। নয়দার জন্যই ভারত আজ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী দেশ। সব থেকে বড় বিমানবন্দর তৈরি হচ্ছে এখানেই। জানিয়েছেন মোদী।

মোদীকে ধন্যবাদ যোগীর

মোদীকে ধন্যবাদ যোগীর

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, নয়দা ও গ্রেটার নয়দার মেট্রো সংযোগের ভিত্তিপ্রস্তর স্থানের জন্য মোদীকে ধন্যবাদ জানান। তিনি বলেন মোদীর জন্যই রাজ্যে গিয়েছে ৫৫ হাজার কোটি টাকার প্রকল্প। একইসঙ্গে সার্জিক্যাল স্ট্র্যাইকের জন্য মোদীকে ধন্যবাদ জানান যোগী আদিত্যনাথ।

পূর্বতন সরকারের সমালোচনায় মোদী

মোদী তাঁর ভাষণে শক্তিশালী এনডিএ সরকারের জন্য অন্যবাদ জানান দেশের সরকারকে। তিনি বলেন চৌকিদারের ঘুমনো উচিত নয়। জঙ্গিদের বাড়ন্ত নিয়ে আগের সরকারের সমালোচনা করেন মোদী।

English summary
PM Narendra Modi in Greater Noida
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X