For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ দিন না মানলে ২১ বছর পিছিয়ে যাবে দেশ! করোনা রুখতে ২১-কে মান্যতা মোদীর

২১ দিন না মানলে ২১ বছর পিছিয়ে যাবে দেশ! করোনা রুখতে ২১-কে মান্যতা মোদীর

Google Oneindia Bengali News

২০২০-র মারীভয় করোনা সংক্রমণ রুখতে সামনের ২১ দিনকেই পাখির চোখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ১২টা থেকে সারাদেশ ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করে তিনি বলেন, এই ২১ দিন না মানলে ২১ বছর পিছিয়ে যাবে দেশ। তাই ২১ দিনকে মান্যতা দিন।

২১ দিন প্রত্যেকের কাছে মহামূল্যবান

২১ দিন প্রত্যেকের কাছে মহামূল্যবান

মোদী বলেন, সামনের ২১ দিন প্রত্যেকের কাছে মহামূল্যবান। এই ২১ দিন না মানলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। এই ২১ দিনের জন্য বাইরে বেরনোর কথা ভুলে যান। ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল অন্তত ২১ দিন ধরে পুরো দেশে লকডাউন চলবে। এই লকডাউনকে একপ্রকার কার্ফুই।

২১ দিন ঘর থেকে বেরোবেন না

২১ দিন ঘর থেকে বেরোবেন না

মোদী অভয় দেন, এই ২১ দিন ঘর থেকে বেরোবেন না। ২১ দিন লকডাউন থাকাকালীন জরুরি পরিষেবা মিলবে। অত্যাবশ্যকীয় পণ্যে ছাড় দেওয়া হবে। তাই কোনওভাবেই দায়িত্বজ্ঢানহীন হবেন না। দায়িত্বজ্ঞানহীন হলে বড় মূল্য দিতে হবে। কিছু লোকের অবহেলার কারণে আগামী দিনে আমাদের প্রত্যেককেই বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। এবং তা কতটা ভয়াবহ তার আন্দাজ কেউ করতে পারবেন না।

দেশকে বাঁচাতে ঘরে থাকুন

দেশকে বাঁচাতে ঘরে থাকুন

মোদী বলেন, দেশকে বাঁচাতে, দেশের প্রতিটা মানুষকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমগ্র রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে তিন সপ্তাহের জন্য পুরো দেশ লকডাউনের ঘোষণা করেন।

করোনায় সংক্রমণ চক্রকে ভাঙতে হবে

করোনায় সংক্রমণ চক্রকে ভাঙতে হবে

তিনি আরও বলেন, জনতা কার্ফুর সাফল্যের জন্য ধন্যবাদ। করোনা রুখতে ঘরে থাকাই একমাত্র উপায়। করোনায় শক্তিশালী দেশও কাবু হয়ে গিয়েছে। করোনায় সংক্রমণ চক্রকে ভাঙতে হবে। দেশকে বাঁচাতে হবে। বহু রাজ্য লকডাউন করে দিয়েছে। রাজ্য সরকারের এই প্রয়াসকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দরিদ্রদের জন্য আরও ভয়ঙ্কর সময়

দরিদ্রদের জন্য আরও ভয়ঙ্কর সময়

মোদী বলেন, এই সময় দরিদ্রদের জন্য আরও ভয়ঙ্কর। গরিব মানুষের যাতে কষ্ট কম হয় সেজন্য নাগরিক সমাজ, নানা সংস্থা এগিয়ে এসেছে। তবে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে যা প্রয়োজন সেই বিষয়টিকে সর্বাগ্রে রাখতে হবে। কেন্দ্র সবরকমভাবে কাজ করে চলেছে। জনহিতে সরকার নানা কাজও করেছে।

যুদ্ধ লড়তে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ

যুদ্ধ লড়তে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ

কেন্দ্র এদিন করোনা সংক্রমণ রুখতে এবং এই যুদ্ধ লড়তে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই দিয়ে হাসপাতালের সামগ্রী থেকে ওষুধ, ভেন্টিলেটর ইত্যাদি কেনা হবে। আশা করছি সকলে এই নির্দেশের পালন করবেন। ২১ দিন লম্বা সময়। তবে আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় এটাই একমাত্র পথ। তাই ধৈর্য ধরে থাকুন, আইনের নির্দেশ মেনে চলুন। সকলকে ধন্য

করোনা রুখতে একমাত্র উপায়'সোশ্যাল ডিসটেন্সিং' ই ! জাতিকে সতর্ক করে বড় বার্তা মোদীর করোনা রুখতে একমাত্র উপায়'সোশ্যাল ডিসটেন্সিং' ই ! জাতিকে সতর্ক করে বড় বার্তা মোদীর

English summary
PM Narendra Modi gives message for 21 day’s lockdown to save people to save India from coronavirus. He says India will go backward 21 years if next 21 days not observe as lockdown,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X