For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২য় দফায় প্রথম ১০০ দিন! কাজের খতিয়ান দিলেন মোদী

দ্বিতীয় দফায় প্রথম ১০০ দিনের কাজের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি হরিয়ানার রোহতকে নির্বাচনী প্রচারে অংশ নেন।

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দফায় প্রথম ১০০ দিনের কাজের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি হরিয়ানার রোহতকে নির্বাচনী প্রচারে অংশ নেন। সেখানে তিনি বলেন, গত ১০০ দিনে যা কাজ হয়েছে, তা আগেকার ৬০ বছরেও তা হয়নি। প্রসঙ্গত এই ১০০ দিনেই রদ হয়েছে ৩৭০ ধারা এবং তিন তালাক বিরোধী বিল। যা গেরুয়া বাহিনীর দাবি ছিল দীর্ঘদিনের।

২য় দফায় মোদীর ১০০ দিন

২য় দফায় মোদীর ১০০ দিন

হরিয়ানার রোহতকে প্রধানমন্ত্রী বলেন, গত ১০০ দিনে দেশ এবং দুনিয়া দেখেছে, কত ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করেছে ভারত। কীভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, তা ভারত জানে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণের উঠে আসে, জম্মু ও কাশ্মীর, লাদাখ কিংবা জলসংকট প্রসঙ্গ। ১৩০ কোটি দেশবাসী একসঙ্গে এই সংকটের মোকাবিলা শুরু করেছে।
এছাড়াও অর্থব্যবস্থাকে শক্তিশালী করতে আলাদা আলাদাভাবে রোডম্যাপ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন মোদী। দেশে ব্যাঙ্কিং ব্যবস্থা শক্তিশালী করতে ঐতিহাসিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোদী।

কেন্দ্রে শক্তিশালী সরকার

কেন্দ্রে শক্তিশালী সরকার

নরেন্দ্র মোদী এদিন হরিয়ানার রোহতক থেকে বুঝিয়ে দেন কেন্দ্রের সরকার শক্তিশালী। এবং তাঁরা চটজলদি সিদ্ধান্ত নিতে সক্ষম। সেই অনুযায়ী গত ১০০ দিনে কাজ হয়েছে, যা কিনা গত ৬০ বছরে হয়নি। মন্তব্য করেছেন মোদী।

তিন তালাক বিরোধী বিল, ৩৭০ ধারা রদ

তিন তালাক বিরোধী বিল, ৩৭০ ধারা রদ

দ্বিতীয় মোদী সরকারের ১০০ দিনে সাফল্য হিসেবে যে বিষয়গুলিকে এদিন তুলে ধরা হয়েছে, তার মধ্যে রয়েছে তিন তালাক বিল এবং সংবিধানের ৩৭০ ধারা রদের মতো বিষয়।

English summary
PM Narendra Modi gives his report card for first 100 days of his 2nd term
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X