For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজির টুপি পেলেন মোদী! বসু পরিবারের ‘দুর্লভ’ উপহারকে দিলেন ‘অমর’ আসন

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বিরল উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বসু পরিবারের তরফে মোদীর হাতে তুলে দেওয়া হয় নেতাজির ব্যবহৃত টুপি।

  • |
Google Oneindia Bengali News

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বিরল উপহার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বসু পরিবারের তরফে মোদীর হাতে তুলে দেওয়া হয় নেতাজির ব্যবহৃত টুপি। আর এই দুর্লভ উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্রীহ । তিনি এজন্য কৃতজ্ঞতা স্বীকার করলেন। সেইসঙ্গে জানালেন নেতাজির ব্যবহৃত টুপিটি রাখা হবে ক্রান্তি মন্দিরে।

নেতাজির টুপি পেলেন মোদী! ‘দুর্লভ’ উপহার পেল ‘অমর’ আসন

বুধবার নেতাজির ১২৩ তম জন্মদিনে লালকেল্লায় নেতাজির প্রতি শ্রদ্ধা অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, নেতাজি পরিবারের সদস্যদের অশেষ ধন্যবাদ যে এমন একটা দুর্লভ পুরস্কার আমার হাতে তুলে দেওয়ার জন্য। তিনি ওই টুপি সংরক্ষণ করে রাখার বার্তা দেন। সেইমতো লালকেল্লার ক্রান্তি মন্দিরে তা প্রদর্শনীর জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মোদী এরপরই নেতাজির টুপি হাতে নেওয়া ছবি দিয়ে কৃতজ্ঞতা বার্তা দেন টুইটারে। তিনি বলেন, দেশের যুব সম্প্রদায়ের কাছে আমার আর্জি, তাঁরা এই ক্রান্তি মন্দিরে আসবেন, নেতাজির জীবনবোধের প্রতি আরও আকৃষ্ট হবেন। কৃতজ্ঞচিত্তে নেতাজিকে স্মরণ করবেন।

উল্লেখ্য, নেতাজির স্মরণে আন্দামানের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করেন নরেন্দ্র মোদী। আন্দামানের রস আইল্যান্ড, নীল আইল্যান্ড, হ্যাভলক দ্বীপের নতুন নাম হয় যথাক্রমে সুভাষ, শহিদ ও স্বরাজ দ্বীপ। এছাড়াও নেতাজিকে মনের মণিকোঠায় তুলে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসও পালন করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে।

English summary
PM Narendra Modi gets leaders cap of Netaji presenting by Netaji family. PM thanks for that presentation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X