For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গর্বিত করেছে অভিনন্দন, ১৩০ কোটির গর্ব সেনা, ‘ওয়েলকাম’-বার্তায় ‘স্যালুট’ মোদীর

ভারতের বীর সেনা অভিনন্দন বর্তমান ঘরে ফেরার পর টুইট বার্তায় স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানিয়ে মোদী লেখেন- ‘ওয়েলকাম হোম উইং কম্যান্ডার।

Google Oneindia Bengali News

ভারতের বীর সেনা অভিনন্দন বর্তমান ঘরে ফেরার পর টুইট বার্তায় স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানিয়ে মোদী লেখেন- 'ওয়েলকাম হোম উইং কম্যান্ডার। তোমার বীরত্ব ও সাহস গোটা দেশকে গর্বিত করেছে। ১৩০ কোটির গর্ব ভারতীয় সেনা। বন্দেমাতরম।' একা মোদী নন, অভিনন্দন-আবেগে ভাসছে গোটা দেশ।

গর্বিত করেছে অভিনন্দন, ১৩০ কোটির গর্ব সেনা, ‘ওয়েলকাম’-বার্তায় ‘স্যালুট’ মোদীর

এদিন দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রতীক্ষীর পর পাক রেঞ্জার্সের তরফে উইম কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্তে বিএসএফের হাতে প্রত্যার্পণ করা হয়। তারপরই বিএসএফ তাঁকে বায়ুসেনার হাতে তুলে দেয়। বীর সেনাকে পেয়ে বায়ু সেনা যেমন তাঁদের খুশি ব্যক্ত করেন, অভিনন্দনকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দেন আপামর ভারতবাসী।

এদিন মোদী কন্যাকুমারীর সভা থেকেই অভিনন্দনের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন। তাঁর বীরত্বের কাহিনিতে গর্ব অনুভব করেছিলেন। তারপর তিনি দেশের মাটিতে পা রাখতেই টুইট বার্তায় দিলেন সুস্বাগত-বার্তা। ১৩০ কোটি মানুষের গর্ব ভারতীয় সেনাকে নিয়ে গর্বের বার্তাও দেন মোদী।

টুইট বার্তায় অভিনন্দন বর্তমানকে 'প্রাউড হিরো' বলেও সম্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। 'আপনি আমাদের যুব সমাজের কাছে আদর্শ' বলেও এই টুইট বার্তায় মন্তব্য করেন তিনি।

এদিন অভিনন্দনকে অভ্যর্থনা জানাতে যেমন ওয়াঘা সীমান্তে উৎসাহী মানুষের ঢল নেমেছিল, তেমনই অভিনন্দনের বার্তায় সেলিব্রেটি থেকে শুরু করে রাজনীতিবিদ ও বিভিন্ন স্তরের মানুষ সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেন। গোটা দেশ তাঁকে কুর্নিশ জানায়। বায়ুসেনার তরফে জানানো হয়, অভিনন্দনের বাড়ি ফেরা আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমরা খুশি। খুশি বায়ুসেনার সমস্ত আধিকারিক, তাঁর সমস্ত সহকর্মীরা, খুশি আপামর দেশবাসী।

টুইটে অভিনন্দন বার্তা দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। তিনি লেখেন- 'উইং কম্যান্ডার অভিনন্দন, আপনার মর্যাদাবোধ, প্রশান্তি ও সাহসীকতা আমাদের সবাইকে গর্বিত করেছে। আপনি ফিরে এসেছেন, আপনাকে স্বাগত জানাই, অনেক ভালোবাসা আপনার জন্য।

English summary
PM Narendra Modi expresses welcome and gives message of proud. He writes ‘welcome home wing commander. You pride the whole country with your heroism,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X