For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-ট্রাম্প হাইভোল্টেজ সাক্ষাৎ আজ! ভারতের ঝুলিতে কী কী আসছে

  • |
Google Oneindia Bengali News

দু'দিনের ভারত সফরে সোমবারই এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সফরের দ্বিতীয় দিনেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একগুচ্ছ ইস্যয়ুতে বৈঠকের কথা রয়েছে। রাজধানী দিল্লির বুকে এই হাইভোল্টেজ বৈঠক ঘিরে রীতিমতো পারদ চড়ছে কূটনৈতিক মহলের ।

 মোতারা থেকেই বড় ঘোষণা

মোতারা থেকেই বড় ঘোষণা

শোনা যাচ্ছিল যে ভারত-মার্কিন কূটনৈতিক পর্যায়ে যে চুক্তির কথা হয়েছিল, তা শেষ মুহবর্তে বাতিল করেছেন মার্কিন কূটনীতিকরা। যদিও সেই জ্লপনাকে উড়িয়ে গুজরাতের মোতেরা থেকে ট্রাম্প সদর্পে ঘোষণা করে দেন যে ভারতের সঙ্গে ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি ট্রাম্পের দেশ করতে চলেছে।

 আজ দিল্লিতে বৈঠক

আজ দিল্লিতে বৈঠক


যে চুক্তির কথা মোতেরায় সোমবার ঘোষণা করেছিলেন ট্রাম্প সেই মিলিটারি হেলিকপ্টার কেনার বিষয়ে চুক্তি আজ স্বাক্ষরিত হবে দিল্লিতে। আর সেই প্রেক্ষাপটে দুই দেশের রাষ্ট্রনেতা আজ বৈঠকে বসতে চলেছেন।

'আমরা দারুন অস্ত্র আগেও তৈরি করেছি'

'আমরা দারুন অস্ত্র আগেও তৈরি করেছি'

মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে সোমবারই ট্রম্প বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও একাধিক ভালো ভালো অস্ত্র তৈরি করেছে। আর এবার সেই অস্ত্রের সম্ভাবর নিয়ে তারা ভারতের সঙ্গে ব্যবসা করতে চলেছে।

 কোন ধরনের হেলিকপ্টার আসছে?

কোন ধরনের হেলিকপ্টার আসছে?

জানা গিয়েছে, সামরিক শক্তি বাড়াতে ২৪ এমএইচ ৬০ নামের হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। ২৪ এমএইচ ৬০ রোমিও হেলিকপ্টারের দাম ২.৬ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, সিক্স এএইচ -৬৪ ই আপাচে হেলিকপ্টারও ভারত কিনবে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারে।

English summary
PM Narendra Modi, Donald Trump to hold extensive talks on global partnership.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X