For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাভেজালরা অলিম্পিক প্রতিযোগিতা শুরু করেছে আমাকে হটাতে! ত্রিপুরায় তোপ মোদীর

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে। শুক্রবার বাংলায় যেখানে শেষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শনিবার ত্রিপুরায় যেন সেখান থেকেই শুরু করলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে। শুক্রবার বাংলায় যেখানে শেষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শনিবার ত্রিপুরায় যেন সেখান থেকেই শুরু করলেন তিনি। ফের একহাত নিলেন মোদী-বিরোধী মহাজোটকে। মহাজোটকে বললেন মহাভেজাল। বিরোধীরা তাঁর বিরুদ্ধে কুৎসার অলিম্পিক প্রতিযোগিতা শুরু করেছে বলেও কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী।

মহাভেজালরা অলিম্পিক প্রতিযোগিতা শুরু করেছে মোদীকে হটাতে

তিনি এদিন বলেন, দুর্নীতিগ্রস্থরা একজায়গায় এসেছে, একজোট হয়েছে নিজেরা বাঁচতে। এই মহাজোট হল মহাভেজালদের জোট। চৌকিদার তাঁর কাজে যথেষ্ট পারদর্শী। চৌকিদার কাউকে ছাড়বে না। কড়ায়-গন্ডায় সমস্ত হিসেব নেবে চৌকিদার।

ত্রিপুরার এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলগুলির নেতারা তাঁকে হটানোর জন্য দিল্লি ও কলকাতার একের পর এক বৈঠক করছে, সভা করছে। বিশেষ করে কলকাতায় ২৩টি দলের এক মঞ্চে উপস্থিত হওয়াকে কটাক্ষ করেন মোদী, বলেন, যতই সভা করুক কোনও ফল হবে না।

তাঁর কথায়, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল সব জবাব দিয়ে দেবে। জনগণকে মিথ্যা বলার জন্য পস্তাতে হবে বিরোধীদের। এদিন ত্রিপুরার সভা হলেও রাহুল আর মমতাকে নিশানা করতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই ত্রিপুরায় বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। ২০১৯-এও আবার দেশের ক্ষমতায় আসবেন তাঁরাই।

English summary
PM Narendra Modi criticizes Mamilawatwalas in Olympic competition. PM again says the alliance is really adulteration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X