For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চৌকিদারকেই পছন্দ দেশের মানুষের, রাজা-মহারাজাদের নয়! ‘চৌকিদার’-দের মঞ্চে মোদী

রাজা-মহারাজা নয়, দেশের মানুষ পছন্দ করে চৌকিদারকেই। ‘ম্যায় ভি চৌকিদার’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানালেন তাঁর চৌকিদার তত্ত্বের কথা।

Google Oneindia Bengali News

রাজা-মহারাজা নয়, দেশের মানুষ পছন্দ করে চৌকিদারকেই। 'ম্যায় ভি চৌকিদার' কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানালেন তাঁর চৌকিদার তত্ত্বের কথা। তিনি বলেন, চৌকিদার একটা ভাবনার নাম। দেশের বিভিন্ন ক্ষেত্রের কাজের মানুষই হল চৌকিদার। মহাত্মা গান্ধীর ভাবনা ও আদর্শ থেকেই আমরা এই শব্দটি চয়ন করেছি।

‘ম্যায় ভি চৌকিদার’-এর মঞ্চে মোদী

রবিবার ‘ম্যায় ভি চৌকিদার'-এর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, চৌকিদার ভাবনাকে বাস্তবায়িত করতে আমরা সবাই বদ্ধপরিকর। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিক- প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল চৌকিদার। সবাইকে নিয়েই আমরা এগব। ২০২২-এ সমস্ত প্রতিশ্রুতিও পূরণ করব।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে মোদী

তিনি বলেন, বিগত ৪০ বছরেরও বেশি সময় ধরে আমরা সন্ত্রাসবাদে ভুগছি। কিন্তু এর কোনও স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি। আমি ভাবতাম কবে খতম হবে সন্ত্রাসবাদ। এরপরই আমি সিদ্ধান্ত নিই, যেখান থেকে সন্ত্রাসবাদের উৎপত্তি, সেখানেই আঘাত হানতে হবে।

আর ভারত-পাকিস্তান করে সময় নষ্ট নয়

এদিন পাকিস্তানকে কটাক্ষ করতেও ছাড়েননি মোদী। তিনি বলেন, আর ভারত-পাকিস্তান করে সময় নষ্ট করা যাবে না। আমাদের বিশ্বের সঙ্গে টক্কর দিতে হবে। যারা ভারত-পাকিস্তান নিয়ে থাকতে চায় থাকুক। কিন্তু ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে

আর বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাপারে তিনি পূর্ণ কৃতিত্ব দেন সেনাবাহিনীকে। এ প্রসঙ্গে বিরোধী দলের সমালোচনাও করেন তিনি। মোদী বলেন, কংগ্রেস আবহাওয়া বুঝে মিথ্যে কথা বলে। যখন দিল্লিতে নির্বাচন চলছিল, তখন গির্জায় হামলা নিয়ে গুজব ছড়ায় কংগ্রেস। যেই নির্বাচন শেষ, কথা বলাও শেষ। এবারও তেমনই শুরু করেছে।

৪ প্রজন্মের একই প্রতিশ্রুতি

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, জনগণ বুঝে গিয়েছে, একটা পরিবার ৪ প্রজন্ম একই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না। আবারও সেই একই প্রতিশ্রুতির বন্যা বওয়ানোর চেষ্টা করছে। এবারও মুখ থুবড়ে পড়বে কংগ্রেস।

English summary
PM Narendra Modi criticizes Congress that people like chowkidar. He says people never like kings,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X