For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির নামদাররা রাজ্যের কংগ্রেসিদের নিয়ে মালাই খাওয়ার চিন্তা করেন, কটাক্ষ মোদীর

কংগ্রেসের জোট দুর্নীতির সঙ্গে। অরুণাচলের নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস-সহ বিরোধী জোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একে একে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের জোট দুর্নীতির সঙ্গে। অরুণাচলের নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস-সহ বিরোধী জোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একে একে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, আগাগোড়াই দুর্নীতির সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের। এবার সেই জোটে যোগ দিয়েছেন অন্য দুর্নীতিগ্রস্তরা।

দিল্লির নামদাররা শুধু মালাই খাওয়ার চিন্তা করেন, কটাক্ষ মোদীর

প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেসের নামদাররা বরাবর এই রাজ্যকে অবহেলা করেছে। উত্তর-পূর্ব ভারতে কোনও নজর দেয়নি। শুধু নিজেদের উন্নয়নে ব্যস্ত থেকেছে নামদার নেতারা। তিনি এদিন অরুণাচল প্রদেশকে ভারতের শক্তিশালী বর্ম হিসেবে তুলে ধরেন। উল্লেখ্য, ১১ এপ্রিল এই রাজ্যের ৬০টি বিধানসভা ও দুটি লোকসভা কেন্দ্রের ভোট। তার আগে প্রচার তুঙ্গে তুললেন প্রধানমন্ত্রী।

এই রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনজন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। এই ঘটনাকে শুভ লক্ষণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, দিল্লির নামদার পরিবার ও এই রাজ্যের কংগ্রেস সভাসদরা শুধু মালাই খাওয়ার চিন্তা করেন।

মোদী বলেন, আমরা ক্ষমতায় এসেই এই রাজ্যের উন্নয়নে নজর দিয়েছি। পাঁচ বছরে ৩০ বারেরও বেশি এসেছি এ রাজ্যে। কোনও প্রধানমন্ত্রী এ রাজ্যে গত ৩০ বছরে আসেনি। তিনি এদিন কংগ্রেসকে নিশানায় বলেন, কিছু নেতা রয়েছেন, যাঁরা নিজেদের ভারতের ভাগ্যবিধাতা বলে মনে করেন। আমি তাদের কাছে জানতে চাই, আপনারা কতবার এসেছেন এই রাজ্যে।

English summary
PM Narendra Modi criticizes Congress’s ‘Namdar’ in Arunachal Pradesh vote campaign. He says he is only PM comes here about 30 times.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X