For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে বসে চোখের খেলাও দেখলাম, বাচ্চামো গেল না প্রধানমন্ত্রী হবে! কটাক্ষ মোদীর

শুধু আলিঙ্গনকেই নয়, রাহুল গান্ধীর চোখের ইশারাকেও কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের অনেক খেলাই তো দেখলাম।

Google Oneindia Bengali News

শুধু আলিঙ্গনকেই নয়, রাহুল গান্ধীর চোখের ইশারাকেও কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের অনেক খেলাই তো দেখলাম। এখন চোখের খেলাও দেখছি। শুধু আমি নয়, সারা দেশবাসী দেখেছেন একজনের চোখের খেলা। তাঁর বাচ্চামোই এখনও দেল না, তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চান।

বাচ্চামো গেল না প্রধানমন্ত্রী হবে! কটাক্ষ মোদীর

রাহুলকে আক্রমণ করে মোদী বলেন, চোখে চোখ রাখার আমি কে! আমি তো গ্রামের মানুষ, চা-ওয়ালা। আর আপনি নামদার। কিন্তু আমি কামদার। হ্যাঁ আমি ভাগীদার, আমি চৌকিদারও। আমি মানুষের সুখ-দুঃখের ভাগীদার। কিন্তু আমি আপনাদের মতো সওদাগর নই। কংগ্রেস ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। শুধু গদিই ওদের লক্ষ্য। তাই যাকে অপছন্দ তাকেই সরিয়ে ফেলে।

যিনি চোখে চোখ রাখতে যান, তাঁকেই সরিয়ে দেয়। সুভাষচন্দ্র থেকে মোরারজি দেশাই, দেবেগৌড়া থেকে ইন্দ্রকুমার গুজরাল, বল্লভভাই প্যাটেল থেকে প্রণব মুখোপাধ্যায়- সবাইকেই সরিয়ে দিয়েছেন। একটা পরিবার যখন যা চেয়েছে তাই করেছে। আসলে কংগ্রেসের ভিতরেই রয়েছে অবিশ্বাসের বীজ। সীমান্তে অশান্তির জন্য এদিন কংগ্রেসকেই দায়ী করেন নরেন্দ্র মোদী। এবং দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করেন। তেলেঙ্গানা বিবাদের জন্য দায়ী করেন কংগ্রেস।

এদিন রাহুলের জুমলা স্ট্রাইকের কথা প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, সার্জিক্যাল স্ট্রাইককে আবার জুমলা স্ট্রাইক বলবেন না। এই কংগ্রেস সেনা প্রধানকেও অপমান করে। মোদী বলেন, আপনারা আমাকে অপমান করুন, কিন্তু সেনাকে অপমান করবেন না। আসলে মাটির সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই। তিনি এরপরই চ্যালেঞ্জ ছুড়ে জানান, ২০১৯ কেন, ২০২৪-এও ক্ষমতায় আসতে পারবে না বিরোধীরা।

তিনি বলেন, কংগ্রেস আজ রাফালে নিয়ে যে কথা বলেছে সংসদে। তাতে সংসদের অপমান হয়েছে। কংগ্রেসের এই মিথ্যাচারের জন্য বিশ্বের কাছে জবাবদিহি করতে হচ্ছে। রাফালে চুক্তিতে কোনও ব্যবসায়িক ভূমিকা নেই। এ ব্যাপারে রাহুল গান্ধীর অভিযোগ ওড়ালেন নরেন্দ্র মোদী।

English summary
PM Narendra Modi criticizes Congress President Rahul Gandhi’s blinking. Rahul blinks after embracing to Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X