For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোটে ট্রেলর দেখিয়েছে! বাংলার লুটেরাদের ছাড়ব না, বললেন মোদী

পঞ্চায়েত ভোটে ট্রেলর দেখিয়েছে রাজ্যের জনগণ। অপেক্ষা লোকসভা ভোটের। বাংলার লুটেরাদের ছাড়ব না। জলপাইগুড়ির সভা থেকে এমনটাইবললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটে ট্রেলর দেখিয়েছে রাজ্যের জনগণ। অপেক্ষা লোকসভা ভোটের। বাংলার লুটেরাদের ছাড়ব না। জলপাইগুড়ির সভা থেকে এমনটাই বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনিও তো মহিলা, কেন তিন তালাকের বিরোধিতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য প্রশ্ন করেন নরেন্দ্র মোদী।

বিজেপি কর্মীদের আটকানোর অভিযোগ

পঞ্চায়েত ভোটে ট্রেলর দেখিয়েছে রাজ্যের জনগণ। এখানে বিজেপি কর্মীদের আটকানো হয়। তবে সামনের নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ফলে ভয় পাওয়ার কিছু নেই। এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিন তালাক নিয়ে মমতাকে প্রশ্ন

মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর প্রশ্ন, আপনিও তো একজন মহিলা, তাহলে কেন এই আইনের বিরোধিতা করছেন, প্রশ্ন করেন
প্রধানমন্ত্রী।

'পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা হয় না'

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করা হয় না বলে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী।

'চিটফান্ড তদন্তে সমস্যা কিসের'

নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, চিটফান্ড তদন্তে আপনার এত সমস্যা কিসের। লুটেরাদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী।

'লুটেরাদের সমর্থন দিতে ধরনা'

নরেন্দ্র মোদীর অভিযোগ, চিটফান্ডের লুটেরাদের সমর্থন দিতেই ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সুভাষচন্দ্র বসু বিদেশ থেকে মানুষকে জোটবদ্ধ করে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।

দিদির শাসনে 'দাদাগিরি'

প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, বামেদের শাসন থেকে মুক্তি দিতে যাদের দায়িত্ব দেয়েছিল পশ্চিমবঙ্গবাসী, তারাই আজ দাদাগিরি করছে।

'বাংলাকে চেনে হিংসার জন্য'

প্রধানমন্ত্রীর কটাক্ষ, আগে যে বাংলাকে সংস্কৃতির জন্য চিনতো, এখন চেনে হিংসার জন্য।

English summary
PM Narendra Modi criticises Mamata Banerjee from party's Jalpaiguri meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X