For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে জিতছেন 'ইভিএম' এর দৌলতেই! অবশেষে স্বীকার করেই নিলেন মোদী

ইভিএম-এর দৌলতেই পরপর ভোটে জিতছেন বলে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে স্বীকার করেই নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

বিগত বেশ কয়েকটি ভোটে ইভিএম বা স্বয়ংক্রিয় ভোটিং মেশিনে কারচুপি করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশের নানা প্রান্তে ভোটে জিতেছে বলে বিরোধীরা বহুবার অভিযোগ করে এসেছে। এমনকী সেজন্য ইভিএম তুলে দিয়ে ব্যালট বাক্সে ভোটের প্রস্তাবও দিয়েছেন অনেকে। যে ইভিএম নিয়ে এত বিবাদ, সেই ইভিএম-এর দৌলতেই পরপর ভোটে জিতছেন বলে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে স্বীকার করেই নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটে জিতছেন ইভিএম এর দৌলতেই! অবশেষে স্বীকার করে নিলেন মোদী

তবে এই ইভিএম আসলে ভোটিং মেশিন নয়। ইভিএম-এর নতুন সংজ্ঞা তৈরি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায় ইভিএম হল- এনার্জি ফর পিপল (মানুষের কাজ করার ইচ্ছা), ইলেক্টোরাল ভ্যালু অ্যাডিশন (মানুষের যোগদান ও সমর্থন) ও মোটিভেশন ফর প্রোগ্রেস (এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা)। এটাকেই ইভিএম বলে ব্যাখ্যা করে বিরোধীদের সমালোচনাকে দূরে ছুড়ে ফেলেছেন মোদী।

কর্ণাটকে বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটের প্রচারে গিয়েছেন মোদী। নানা জেলায় ঘুরে প্রচার করছেন। তিনি দাবি করেছেন, দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছে। ১৫ মে বিজেপি এরাজ্যে সরকার গঠন করবে। সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিজেপির সরকার হবে।

মোদীর মতে, সেজন্যই বিরোধীরা আগে থেকে ইভিএম-এ গোলমাল বলে আওয়াজ তুলতে শুরু করে দিয়েছেন। তবে কর্ণাটকের মানুষ পাঁচ বছরের দুষ্কর্মের জন্য কংগ্রেসকে সাজা দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, আগামী ১২ মে এক দফায় কর্ণাটকের ২২৪টি আসনে ভোট হবে। আগামী ১৫ মে ফলাফল ঘোষণা হবে।

English summary
Prime Minister Narendra Modi gave a new definition for Electronic Voting Machines in Karnataka Election rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X